Rahul Gandhi: উত্তরবঙ্গে আসছেন রাহুল, স্পট ভিজিট করতে জলপাইগুড়িতে সেন্ট্রাল টিমের সদস্যরা

Rahul Gandhi: কোন পথ ধরে রাহুল গান্ধী বেশি সংখ্যক মানুষের সঙ্গে জনসংযোগ করতে পারবেন তা খতিয়ে দেখতে বৃহস্পতিবার রাতে জলপাইগুড়ি শহরে আসেন টিম রাহুল গান্ধীর সদস্যরা। ছিলেন জেলার নেতৃত্বরা। তাঁদের সঙ্গে শহর ঘুরে দেখেন।

Rahul Gandhi: উত্তরবঙ্গে আসছেন রাহুল, স্পট ভিজিট করতে জলপাইগুড়িতে সেন্ট্রাল টিমের সদস্যরা
জলপাইগুড়িতে টিম রাহুল গান্ধীর সদস্যরা Image Credit source: TV-9 Bangla
Follow Us:
| Edited By: | Updated on: Jan 18, 2024 | 10:05 PM

জলপাইগুড়ি: ভারত জোড়ো যাত্রার পর এবার ভারত জোড়ো ন্যায় যাত্রা করতে পথে নেমেছেন রাহুল গান্ধী। ইতিমধ্যে মনিপুর থেকে যাত্রা শুরু হয়েছে। সেই পদযাত্রা নাগাল্যান্ড, আসাম হয়ে আগামী ২৫ শে জানুয়ারি পশ্চিমবঙ্গের কোচবিহারে প্রবেশ করবে। এরপর পদযাত্রা করতে করতে আগামী ২৬ জানুয়ারি দুপুরে জলপাইগুড়ি শহরে পৌঁছানোর কথা রয়েছে রাহুল গান্ধীর। মধ্যাহ্নভোজ সেরে ফের পদযাত্রা করতে করতে শিলিগুড়ি চলে যাওয়ার সম্ভাবনা রয়েছে তাঁর।

কোন পথ ধরে রাহুল গান্ধী বেশি সংখ্যক মানুষের সঙ্গে জনসংযোগ করতে পারবেন তা খতিয়ে দেখতে বৃহস্পতিবার রাতে জলপাইগুড়ি শহরে আসেন টিম রাহুল গান্ধীর সদস্যরা। এদিন তাঁরা জেলা কংগ্রেসের সভাপতি পিনাকী সেনগুপ্ত-সহ আরও অন্যান্য কংগ্রেস নেতাদের সঙ্গে নিয়ে স্পট ভিজিট করেন।

জানা গিয়েছে টিমের সদস্যরা জলপাইগুড়ি  শহরের পোস্ট অফিস মোড়,কদমতলা, গান্ধী মোড়, শিরিশ তলা ইত্যাদি এলাকা পরিদর্শন করেছেন। সেই যায়গায় ছবি-ভিডিয়োও সংগ্রহ করেন। সূত্রের খবর, জলপাইগুড়ি ABPC ময়দানে মধ্যাহ্নভোজ সারতে পারেন রাহুল।

কংগ্রেসের জেলা সভাপতি  পিনাকী সেনগুপ্ত বলেন, “ভারতে একটা ঘৃণা-বিদ্বেষের রাজনীতির জন্ম দেওয়া হয়েছে। সমাজে বিভেদ তৈরি করা হচ্ছে। অথচ কর্মসংস্থান নেই। বেকারত্ব দিন দিন বাড়ছে। মানুষের হাতে টাকা নেই। তার বিরুদ্ধে মানুষকে সচেতন করতে এবার ন্যায় যাত্রার আয়োজন করা হয়েছে। সেই যাত্রা ২৫ তারিখ পশ্চিমবঙ্গে প্রবেশ করবে। ২৬ তারিখ উনি এখানে আসবেন। জলপাইগুড়ির শহরে এসে কোন কোন রাস্তা দিয়ে যাবেন তা দেখতেই তাঁর টিমের সদস্য এদিন এখানে এসেছিলেন। তাঁদের আমরা শহর ঘুরিয়ে দেখাই।”