Jalpaiguri: পেটে খিদে, নজর ক্যাশ ব্যাক্সে; ছোট্ট ছেলের চুরির কারণ শুনে চোখে জল ব্যবসায়ীদের

Jalpaiguri: এত অল্প বয়সে কেন চুরি? সটান উত্তর এল, 'পেট ভরে খেতে পাই না, তাই চুরি করি।' উত্তর শুনে উপস্থিত সবারই চোখের কোনা ভিজে আসে।

Jalpaiguri: পেটে খিদে, নজর ক্যাশ ব্যাক্সে; ছোট্ট ছেলের চুরির কারণ শুনে চোখে জল ব্যবসায়ীদের
প্রতীকী ছবি
Follow Us:
| Edited By: | Updated on: Feb 13, 2023 | 7:36 PM

জলপাইগুড়ি: পেটের দায়ে কী কী না করতে হয়! ছোট্ট একটি ছেলে। দু’বেলা ঠিকভাবে খেতে পায় না। তাই পেটের তাগিদে বিপথে চলে গিয়েছিল। শুরু করেছিল চুরি। সোমবার সকালেও জলপাইগুড়ির একটি দোকান থেকে টাকা চুরি করে নিয়ে পালানোর চেষ্টা করেছিল ছেলেটি। কিন্তু সফল হয়নি। আশপাশের দোকানদাররা ধরে ফেলে তাকে। কিন্তু এত ছোট্ট ওই ছেলেটিকে দেখে মারধর করার মন চায়নি দোকানদারদের। ছেলেটিকে দেখে মায়া হয় তাদের। জিজ্ঞেস করে, এত অল্প বয়সে কেন চুরি? সটান উত্তর এল, ‘পেট ভরে খেতে পাই না, তাই চুরি করি।’ উত্তর শুনে উপস্থিত সবারই চোখের কোনা ভিজে আসে। তাই আর কোনও পুলিশ কেস করেননি তাঁরা। নাবালক ওই চোরকে পেট ভরে গরম গরম লুচি-তরকারি খাওয়ালেন তাঁরা। তারপর চুরি করা মহাপাপ, সে কথা বুঝিয়ে বাড়ি পাঠিয়ে দিলেন খুদে বাচ্চাটিকে।

জলপাইগুড়ির দিন বাজার সংলগ্ন বেগুন্টারি মোড়ের কাছে কাপড়ের দোকান রয়েছে গোপাল দাসের। প্রতিদিনের মতো এদিন সকাল সকাল দোকান খুলেছিলেন তিনি। শীতের আমেজ সকালের দিকে এখনও বেশ ভালই থাকে। তাই সকালবেলা দোকান সাফ করে ধূপধুনো জ্বালিয়ে পাশেই একটি চায়ের দোকানে গিয়েছিলেন। দোকান ফাঁকাই ছিল তখন। আর সেই সুযোগেই ওই ছোট্ট ছেলেটি দোকানে ঢুকে পড়ে। সামনেই রাখা ছিল দোকানের ক্যাশ বাক্স। সেখান থেকে টাকা বের করে পকেটে পুরে পালানোর চেষ্টা করে সে। ছেলেটিকে দৌড়ে দোকান থেকে বেরিয়ে পালাতে দেখে ফেলেন আশপাশের দোকানিরা। তারা সঙ্গে সঙ্গে ধাওয়া করে ছেলেটিকে ধরে ফেলেন। তার পকেট থেকে বেরিয়ে আসে ক্যাশবাক্সের সমস্ত টাকা।

এরপর বাচ্চাটির কাছে তাঁরা জানতে চান, কেন সে চুরি করেছিল? আর তারপর উত্তর শুনে সবার চোখই ছলছল করে ওঠে। দোকানদার গোপাল দাস জানান, ‘এই বাচ্চাটির এখন পড়াশোনা,খেলাধূলা করার বয়স। কিন্তু প্রতিকূল পরিস্থিতির চাপে পড়ে এইসব বাজে কাজের মধ্যে জড়িয়ে গিয়েছে।’ এলাকার অপর এক ব্যবসায়ী সুরেন্দ্র মণ্ডল বলেন, ‘আমরা তাকে কিছুক্ষণ বসিয়ে খাবার খায়িয়েছি। হাজার হোক, ছোট্ট শিশু, ভুল করে ফেলেছে। ওকে বোঝানো হয়েছে। তবে এদের সাথে গ্যাং থাকে। আমরা বাচ্চাটিকে পুলিশে না দিয়ে ছেড়ে দিলাম।’