Tea Garden close: সকালে কাজে গিয়ে দেখেন গেটে ঝুলছে তালা, রাজ্যে ১৫০০ মানুষ হারালেন কাজ
Banarhat: তবে অন্য আরও একটি বাগান বন্ধ হওয়ায় মাথায় হাত পড়েছে সেখানে কর্মরত শ্রমিকদের। জানা গিয়েছে, প্রায় ১৫০০ জন শ্রমিক হারালেন কাজ। এদের মধ্যে ৯৫০ জন স্থায়ী শ্রমিক ও ৫৫০ জন অস্থায়ী শ্রমিক ছিলেন।
বানারহাট: আবারও বন্ধ হয়ে গেল এক চা বাগান। সম্প্রতি বন্ধ হয়ে যাওয়া একটি চা বাগান খুলে গিয়ে মুখে হাসি ফুটেছিল শ্রমিকদের। তবে অন্য আরও একটি বাগান বন্ধ হওয়ায় মাথায় হাত পড়েছে সেখানে কর্মরত শ্রমিকদের। জানা গিয়েছে, প্রায় ১৫০০ জন শ্রমিক হারালেন কাজ। এদের মধ্যে ৯৫০ জন স্থায়ী শ্রমিক ও ৫৫০ জন অস্থায়ী শ্রমিক ছিলেন।
জানা গিয়েছে, নিত্যদিনের মতো চা বাগানে কাজে গিয়েছিলেন ওই শ্রমিকরা। তবে বাইরে থেকে বন্ধ ছিল কারখানার গেট। খবর দ্রুত চাউর হয়ে যায় এলাকায়। শ্রমিকরা দেখেন চা বাগানের কারখানার গেট বন্ধ। শাকিলা খাতুন নামে এক চা শ্রমিক বলেন, “আজও সকালে কাজে এসেছিলাম। তখনই শুনি বাগান মালিক তালা দিয়ে চলে গিয়েছে। তবে নোটিশও লাগায়নি এখনও। এখানকার চা বাগানের নেতারা এসেছেন। দেখি কী করা যায়।”
তৃণমূল চা শ্রমিক সংগঠনের নেতা কুমার বিশ্বকর্মা বলেন, “আমাদের কাজের সময় বাড়ানোর জন্য বাগান কর্তৃপক্ষ অনেক দিন ধরেই চাপ দিচ্ছিল। রাত্রি ১টা অবধি কাজ করার কথা বলছিল। তার বদলে অতিরিক্ত মজুরিও দেবে না। এখানে বাঘ-ভাল্লুক বাগানে ঘুরে বেড়ায়। নিজেদের প্রাণের ঝুঁকি নিয়ে কে কাজ করবে? তাই আমরা মালিকের কথা শুনিনি। এরপর আজ দেখি কোনও নোটিশ না দিয়েই কারখানার গেটে তালা মেরে দেওয়া হয়েছে।”
প্রসঙ্গত, চলতি মাসেই উত্তর বঙ্গ সফরে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রয়েছে একাধিক কর্মসূচি। ফলত, চা বাগান বন্ধের সমস্যায় কোনও পদক্ষেপ করেন কি না সেই দিকেই থাকবে নজর।