Teesta River: তিস্তায় বেড়েছে জল, মৎস্যজীবী সমেত নৌকা ডুবল নদীতে

Jalpaiguri: স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার দুপুরে মাছ ধরতে নৌকা নিয়ে তিস্তা নদীতে যান উত্তর ধর্মপুর দাস পাড়া এলাকার ৩ জন মৎস্যজীবী।

Teesta River: তিস্তায় বেড়েছে জল, মৎস্যজীবী সমেত নৌকা ডুবল নদীতে
তিস্তায় বেড়েছে জল, ডুবল নৌকো (নিজস্ব চিত্র)
Follow Us:
| Edited By: | Updated on: Sep 03, 2022 | 7:46 PM

জলপাইগুড়ি: লাগাতার উত্তরবঙ্গে বৃষ্টি চলছে। যার জেরে জল বেড়েছে তিস্তায়। ইতিমধ্যে জারি হলুদ সতর্কতা। এরই মধ্যে নৌকা ডুবির ঘটনা ঘটল তিস্তায়। গোটা ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে ওই এলাকায়।

জলপাইগুড়ির ময়নাগুড়ি ব্লকের ধর্মপুর গ্রাম পঞ্চায়েতের ঘটনা। জানা গিয়েছে, জলস্তর বেড়ে যাওয়ায় তিস্তা নদীর অসংরক্ষিত এলাকায় এখন হলুদ সতর্কতা জারি রয়েছে। তার মধ্যে নৌকা ডুবির ঘটনায় আরও চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।

স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার দুপুরে মাছ ধরতে নৌকা নিয়ে তিস্তা নদীতে যান উত্তর ধর্মপুর দাস পাড়া এলাকার ৩ জন মৎস্যজীবী। সেই সময় কোনও ভাবে তাঁদের নৌকা উলটে যায়। এরপর দু’জন সাঁতরে নদীপাড়ে এলেও একজন তলিয়ে যায়।

ময়নাগুড়ি পঞ্চায়েত সমিতির প্রাক্তন সদস্য তথা তৃণমূলের ব্লক সভাপতি শিবশঙ্কর দত্ত জানান, এখনও নিখোঁজ রয়েছে কমল দাস (২৪)। এক যুবক। খবর পেয়ে এলাকায় এসেছে পুলিশ ও প্রশাসনের কর্তারা। এলাকায় আছেন সিভিল ডিফেন্স কর্মীরা। তারা এই মুহূর্তে নদীতে খোঁজ চালাচ্ছেন বলে জানা গিয়েছে।কিন্তু এখনও তাঁকে পাওয়া যায়নি। যেহেতু রাত হয়ে গিয়েছে সেই কারণে বন্ধ রয়েছে উদ্ধারকাজ।আগামীকাল ফের তাঁদের খোঁজ চালানো হবে।

বস্তুত, তিস্তায় জল বাড়ার কারণে গতকাল অর্থাৎ শুক্রবার সকালেও পরিস্থিতির ওপর নজর রেখেছ প্রশাসন। তবে নতুন করে পাহাড়ে তেমন বৃষ্টি না হওয়ায় তিস্তার জলস্তর ধীরে ধীরে কমছে বলে প্রশাসন সূত্রে জানা যাচ্ছে। পাহাড়ে অবিরাম বৃষ্টির জেরে বৃহস্পতিবার সকালে তিস্তার জল বেড়ে যায়। ফলে সেচ দফতর নদীর অসংরক্ষিত এলাকার দোমহনি থেকে বাংলাদেশ পর্যন্ত লাল সতর্কতা এবং সংরক্ষিত এলাকায় জারি ছিল হলুদ সংকেত।