আর কত অসচেতনতা? গরম লাগছিল, তাই পরেননি মাস্ক! অতঃপর করতে হল কান ধরে ওঠবস
জলপাইগুড়ির (Jalpaiguri) ধূপগুড়ির ঘটনা। অবশ্য রাজ্যের বিভিন্ন প্রান্তেই এই দৃশ্য ধরা পড়ছে।
জলপাইগুড়ি: গরম লাগছিল, মাস্ক পরেননি। অতঃপর করতে হল কান ধরে ওঠবস। জলপাইগুড়ির (Jalpaiguri) ধূপগুড়ির ঘটনা। অবশ্য রাজ্যের বিভিন্ন প্রান্তেই এই দৃশ্য ধরা পড়ছে। মাস্ক না পরে রাস্তায় বেরোলে রীতিমতো কড়া শাস্তি দিচ্ছে পুলিশ।
মাস্ক না পড়ে বাজারে আসায় যেমন কান ধরে উঠবস করানো হল এক যুবককে। পরে আবার এক পুলিশ আধিকারিক নিজেই মাস্ক কিনে দেন ওই যুবককে। করোনা বিধি লঙ্ঘনকারীদের ধরতে আবার রাস্তায় নেমেছে পুলিশ। করোনার দ্বিতীয় ঢেউয়ে মারাত্মকভাবে বিধ্বস্ত গোটা রাজ্য। এরই মধ্যে মাস্ক না পরে যাতে কেউ বাড়ির বাইরে না বের হন বারবার সচেতন করছে পুলিশ।
আরও পড়ুন: ছ’মাসের সন্তানের পাশেই মাকে খুন! মর্মান্তিকতায় স্তব্ধ প্রতিবেশীরা
জলপাইগুড়ির ধূপগুড়িতে সকাল থেকে শহরের বিভিন্ন জায়গায় ধরপাকড় শুরু করে ট্রাফিক পুলিশ। ধূপগুড়ি থানার পুলিশের তরফেও মাইকিং করা হচ্ছে এলাকা জুড়ে। গোটা রাজ্য জুড়ে ফের সচেতনতায় পথে নেমেছে পুলিশ। রাজ্য ও কলকাতা পুলিশের বহু কর্মী আধিকারিক করোনা আক্রান্ত। করোনার বিরুদ্ধে লড়াইয়ে তাঁরাই প্রথম সারির যোদ্ধা। চিকিৎসক, স্বাস্থ্য কর্মীদের পাশাপাশি থেকে পুলিশও মানুষের মধ্যে সচেতনা বৃদ্ধিতে তৎপর। তাঁদের পাশে থাকার আবেদন করছে TV9 বাংলা।