রেজিস্ট্রেশন করিয়েও গিয়ে শুনতে হচ্ছে ‘ভ্যাকসিন নেই’, ভোগান্তি খাস বাংলায়

অনলাইনে রেজিস্ট্রেশন করে এসেও ভ্যাকসিন পাওয়া যাচ্ছে না বলে অভিযোগ।

রেজিস্ট্রেশন করিয়েও গিয়ে শুনতে হচ্ছে 'ভ্যাকসিন নেই', ভোগান্তি খাস বাংলায়
নিজস্ব চিত্র
Follow Us:
| Updated on: Apr 26, 2021 | 4:28 PM

রাজগঞ্জ: ভ্যাকসিন (COVID Vaccine) নেই। দেশের একাধিক ভ্যাকসিনেশন সেন্টারে ঝোলান এই বোর্ডই। অনলাইনে রেজিস্ট্রেশন করে গিয়েও ভোগান্তিতে পড়ছেন প্রাপকরা। রাজ্যেও সেই ছবি বারবার প্রকাশ্যে আসছে। রাজগঞ্জ গ্রামীণ হাসপাতালে ভ্যাকসিন নিতে গিয়ে খালি হাতে ফিরতে হল গ্রামবাসীদের। ভোরবেলা থেকেও লাইনে দাঁড়িয়ে মিলছে না প্রতিষেধক।

করোনা টিকা দ্রুত সকলের কাছে পৌঁছে দেওয়ার কথা বলছে কেন্দ্র। সাধারণ মানুষ যাতে ভ্যাকসিন নেন, তার জন্য জোর কদমে চলছে প্রচার। কিন্তু জোগানই নেই ভ্যাকসিনের। সোমবার নোটিস ঝুলল রাজগঞ্জ গ্রামীণ হাসপাতালে। সেখানে বিএমওএইচের নির্দেশিকায় লেখা রয়েছে, “আজকের দিনে ভ্যাকসি বন্ধ।”

বিগত কয়েকদিন ধরেই জলপাইগুড়ির হাসপাতালগুলিতে টিকাকরণ চলছিল। তবে গত শুক্রবার থেকে সেখানকার একাধিক হাসপাতাল ভ্যাকসিন শূন্য হয়ে যায়। তবে ব্যতিক্রম ছিল রাজগঞ্জ গ্রামীণ হাসপাতাল। সেখানে ভ্যাকসিন পাওয়া যাচ্ছিল। কিন্তু সোমবার সেখানেও ভ্যাকসিন নেই। অনলাইনে রেজিস্ট্রেশন করে এসেও ভ্যাকসিন পাওয়া যাচ্ছে না বলে অভিযোগ। হয়রানির শিকার হচ্ছেন গ্রামবাসীরা। এ বিষয়ে হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, বিকেলে ভ্যাকসিন আসবে। তারপর আগামিকাল থেকে টিকাকরণ শুরু হবে।

আরও পড়ুন: ভোটের চার দিন আগেই বীরভূমে পুলিশি রদবদল