Crime: ঠিক করে চলাফেরাও করতে পারেন না, সেই ছেলের মায়ের সঙ্গে এমন কাণ্ডে হতবাক পাড়ার লোকেরা
Jalpaiguri: নিহতের পরিবারের লোকজন জানান, এদিন বাগান থেকে চা ফুল নিয়ে এসে রান্নার ব্যবস্থা করছিলেন পুষ্পাদেবী।
জলপাইগুড়ি (ধূপগুড়ি): ছেলের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ। মাকে ধারাল ছুরির আঘাতে খুনের অভিযোগ উঠল ছেলের বিরুদ্ধে। শুক্রবার ভরদুপুরে মালবাজারের (Malbazar) রানিচোরা চা বাগান এলাকায় এই ঘটনা ঘটে। মাল ব্লকের রানিচেরা চা বাগানের নিউ স্টেশন ডিভিশন থেকে গ্রেফতার করা হয়েছে অভিযুক্তকে। ধৃতের নাম শিশুপাল তিরকে। নিহতের নাম পুষ্পা তিরকে (৬৬)। পুষ্পাদেবীর বড় ছেলে উলিফান তিরকে বলেন, “ঘটনার সময় আমি ঘরে ছিলাম না। খবর পেয়ে আসি। বাড়িতে এসে শুনি মা চা বাগান থেকে ফিরে মা রান্নার ব্যবস্থা করছিল। সেই সময়ই ভাই এই ঘটনা ঘটায়।” নিহতের পরিবারের লোকজন জানান, এদিন বাগান থেকে চা ফুল নিয়ে এসে রান্নার ব্যবস্থা করছিলেন পুষ্পাদেবী। ঘরেই বসেছিলেন শিশুপাল। হঠাৎই মায়ের দিকে ছুরি নিয়ে ধেয়ে যান বলে অভিযোগ। কিন্তু কী কারণে হঠাৎ মায়ের দিকে ছেলে এভাবে ধেয়ে গেলেন, তার জন্য যথাযথ উত্তর এখনও মেলেনি।
স্থানীয় পঞ্চায়েত সদস্য মার্টিন টোপ্পো জানান, “খুব দুঃখজনক খবর। আমি খবর পেয়েই ঘটনাস্থলে যাই। শুনেছি মা পুষ্পা কুজুর চা ফুলের সবজি তৈরি করছিলেন। সেই সময় ছোট ছেলে শিশুপাল তাঁকে ছুরি দিয়ে আঘাত করে। কেন করেছে জানি না। তবে যত দূর জানি অভিযুক্ত ছেলে শিশুপালের শারীরিক প্রতিবন্ধকতা রয়েছে। ওর একটি পা কাটা পড়ে।” মাল পুলিশ সূত্রে খবর, শনিবার মৃতদেহ ময়নাতদন্তে পাঠানো হবে।
নিহতের বড় ছেলে জানান, তিনি আলাদা থাকেন। এদিন খবর পেয়ে অবাক হয়ে যান। ভাই হাঁটতে পারে না ঠিক করে। কেন হঠাৎ মায়ের উপর এতটা রাগ গিয়ে পড়ল, হতবাক তিনি। এলাকার লোকজনও হতবাক। ছেলের এমন কাণ্ডে পাড়ার লোকজনের মনেও প্রশ্ন।