Theft: পছন্দ হয়নি বুঝি? সিমেন্ট নামিয়ে লরি ফিরিয়ে দিয়ে গেল চোর…

Jalpaiguri News: সুশান্ত বিশ্বাস নামে ওই লরি চালক বলেন, শনিবার রাতে দোকানের নৈশ রক্ষী এসে লরিটি দেখতে পাননি।

Theft: পছন্দ হয়নি বুঝি? সিমেন্ট নামিয়ে লরি ফিরিয়ে দিয়ে গেল চোর...
সিমেন্ট চুরি রাজগঞ্জে।
Follow Us:
| Edited By: | Updated on: Nov 13, 2022 | 8:24 PM

জলপাইগুড়ি: লরিতে বোঝাই করা ছিল সিমেন্টের বস্তা। সেই বস্তাবোঝাই লরি নিয়ে পালায় চোর। কিন্তু চোরের যে সিমেন্টেই আগ্রহ, লরিতে নয়! তাই সিমেন্ট বোঝাই লরি চুরি করে নিয়ে গিয়ে সিমেন্ট নামিয়ে রেখে আবারও যথাস্থানে রেখে যায় লরি। জলপাইগুড়ির রাজগঞ্জ (Jalpaigur Rajgung) ব্লকে এমন চুরির ঘটনা রীতিমতো শোরগোল ফেলে দিয়েছে। রাজগঞ্জের করোতোয়া এলাকার একটি সিমেন্ট কোম্পানি থেকে শনিবার সন্ধ্যায় ৩০০ বস্তা সিমেন্ট বোঝাই একটি লরি বের হয়। লরির চালক সিমেন্টের দোকানের পাশেই লরিটিকে রেখে বাড়ি যান। কথা ছিল, রবিবার সকালে সিমেন্ট বোঝাই ওই লরি নিয়ে শিলিগুড়ি যাবেন।

সেইমতো ট্রাকের মালিক সকালে এসে পড়েন। এরপর তিনি দেখতে পান ট্রাক থেকে পুরো ৩০০ বস্তা সিমেন্ট উধাও হয়ে গিয়েছে। মাথায় হাত পড়ে যায় তাঁর। সুশান্ত বিশ্বাস নামে ওই লরি চালক বলেন, শনিবার রাতে দোকানের নৈশ রক্ষী এসে লরিটি দেখতে পাননি। মাঝরাতে আওয়াজ পান লরি ঢুকছে। এরপরই বেরিয়ে এসে দেখেন রাস্তার ধারে লরি রাখা। কিন্তু সেটি ফাঁকা। এরপরই সকালে জানাজানি হতে দেখা যায় সিমেন্ট চুরি হয়েছে।

লরির মালিক শ্যামল রায় জানান, “শনিবার সন্ধ্যা নাগাদ ৩০০ বস্তা সিমেন্ট নিয়ে আমার লরিটি দোকান থেকে বের হয়। রবিবার সকালে শিলিগুড়ি নিয়ে গিয়ে সিমেন্ট নামানোর কথা ছিল। সকালে খবর পাই ট্রাক থেকে সিমেন্ট উধাও। প্রায় ১ লক্ষ ৩০ হাজার টাকার সিমেন্ট ছিল। আমরা রাজগঞ্জ থানায় অভিযোগ দায়ের করেছি।” ক্লোজ সার্কিট ক্য়ামেরার ফুটেজ দেখে তদন্ত এগোচ্ছে রাজগঞ্জ থানার পুলিশ।