TMC Joining: বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদান মাগুরমারিতে, খোঁচা বিরোধীদের
Dhupguri: দলে যোগ নিয়ে এক কর্মী বলেন, আগে তাঁরা তৃণমূলেই ছিলেন। মাঝে বিজেপিতে যান। আবারও দলে ফিরলেন।
ধূপগুড়ি: ধূপগুড়িতে বিজেপিতে বড়সড় ভাঙন। দল ছেড়ে তৃণমূলে যোগ দিল ২৩টি পরিবার। বুধবার সন্ধ্যায় জলপাইগুড়ির ধূপগুড়ির (Dhupguri) মাগুরমারি-১ গ্রাম পঞ্চায়েতের ১৫/১২৭ নম্বর বুথে বিজেপি ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগদান করে ২৩টি পরিবার। এদিন তাদের হাতে দলীয় পতাকা তুলে দেন তৃণমূল কংগ্রেসের ধূপগুড়ির গ্রামীণ ব্লক সভাপতি দীপু রায়। দলে যোগ নিয়ে এক কর্মী বলেন, আগে তাঁরা তৃণমূলেই ছিলেন। মাঝে বিজেপিতে যান। আবারও দলে ফিরলেন। তৃণমূলে যোগ দিয়ে দুলাল রায়রা জানান, কেউ পাঁচ বছর কেউ আবার চার বছর ধরে বিজেপি করেছেন। দলের ভূমিকায় তাঁরা খুশি নন।
তৃণমূলে যোগদানকারী চিত্তগোপাল সরকার বলেন, “আমি তৃণমূল ছেড়ে বিজেপিতে গিয়েছিলাম। কিন্তু কোনও উপকার পাইনি। একটা কাজের জন্য কতবার বিধায়কের কাছে গেলাম। এ টেবিল থেকে ও টেবিল খালি ঘুরে গেলাম। তারপর বলছে কাজটা হবে না। তাই ভাবলাম এ দলে থেকে লাভ কী! এরা তো কাজই করে না সাধারণের জন্য।”
কিছুদিন আগে এই মাগুরমারিতেই শাসকদল ছেড়ে বিজেপিতে যোগদানের হিড়িক দেখা গিয়েছিল। ধূপগুড়ির মাগুরমারি-২ গ্রামপঞ্চায়েতের বিনয় সাহা মোড় এলাকায় তৃণমূল ছেড়ে বহু পরিবার বিজেপিতে যোগদান করে। তৃণমূল ছেড়ে প্রায় ২০০টি পরিবার যোগদান করেছিল সিপিএমএও। তবে এবার উলট পুরাণ। তৃণমূলে যোগদানের হিড়িক দেখা গেল। স্থানীয় বিজেপির অবশ্য বক্তব্য, বিজেপি ছেড়ে কেউ তৃণমূলে যায় না। তৃণমূলের লোকেরাই তৃণমূলে যায়।
যদিও এ প্রসঙ্গে তৃণমূল নেতা দীপু রায় বলেন, “বিজেপি থেকে প্রায় ১০০ জনের কাছাকাছি আমাদের দলে যোগ দিল। আসলে আমরা এতদিন যোগদান কর্মসূচি নিচ্ছিলাম না। আমরা শুরু করলে বিজেপিকে ধূপগুড়ি ব্লকে খুঁজে পাওয়া যাবে না। ওরা তো ব্লকে ক’টা বুথ সেটাও জানে না। ওদের লোকই নেই। ওরা তো প্রার্থী দিতে পারবে কি না সেটাই সন্দেহ। ওরা তো ওদের লোককেই পতাকা ধরিয়ে বলছে তৃণমূল থেকে আসছে।”