Jhargram: এই হল ‘ব্রিটিশ আমলের বোমা’! এবার আবির্ভাব হল চাষের জমি থেকে

Jhargram: গ্রামবাসী জানান, তাঁরা বাবা-ঠাকুরদার কাছে শুনেছি, ব্রিটিশ আমলে যুদ্ধের সময় এগুলি যুদ্ধবিমান থেকে ফেলা হয়েছিল। আনুমানিক ১৯৪২-১৯৪৭ সালের মাঝখানে এগুলি ফেলা হয়েছিল বলে শুনেছেন তাঁরা। বছর কুড়ি আগেও এই এলাকা থেকে এমন বিশালাকার বোমা উদ্ধার হয়েছিল বলে দাবি গ্রামবাসীদের।

Jhargram: এই হল 'ব্রিটিশ আমলের বোমা'! এবার আবির্ভাব হল চাষের জমি থেকে
চাষের জমি থেকে উদ্ধার বিশালাকার ধাতব বস্তুImage Credit source: TV9 Bangla
Follow Us:
| Edited By: | Updated on: Jun 29, 2024 | 6:04 PM

ঝাড়গ্রাম: ঝাড়গ্রামের গোপীবল্লভপুরের ভুলনপুর গ্রামে সুদূর বিস্তৃত চাষের জমি। সেই জমিতেই মাটি কাটার কাজ চলছিল শনিবার দুপুরে। আচমকা সেই সময়েই বিশালাকার ধাতব একটি বস্তু উঠে আসে মাটি নীচ থেকে। আর তা নিয়েই আতঙ্ক ছড়ায় এলাকাবাসীদের মনে। গ্রামবাসীদের সন্দেহ, মাটির নীচ থেকে বেরিয়ে আসা সিলিন্ডারের আকারের বিশাল ওই ধাতব বস্তুটি আসলে ব্রিটিশ আমলের বোমা। বিষয়টি নজরে আসতেই গ্রামবাসীরা সঙ্গে সঙ্গে খবর দেন পুলিশের কাছে।

ঘটনাকে কেন্দ্র করে গোপীবল্লভপুর ১ নং ব্লকের ভুলনপুর গ্ৰামের মানুষজনদের মনে আতঙ্কের বাতাবরণ তৈরি হয়েছে। তাঁদের দাবি, এর আগেও এই এলাকা থেকে এমন একাধিক বিশালকার বোমা উদ্ধার হয়েছিল। এক গ্রামবাসী জানান, তাঁরা বাবা-ঠাকুরদার কাছে শুনেছি, ব্রিটিশ আমলে যুদ্ধের সময় এগুলি যুদ্ধবিমান থেকে ফেলা হয়েছিল। আনুমানিক ১৯৪২-১৯৪৭ সালের মাঝখানে এগুলি ফেলা হয়েছিল বলে শুনেছেন তাঁরা। বছর কুড়ি আগেও এই এলাকা থেকে এমন বিশালাকার বোমা উদ্ধার হয়েছিল বলে দাবি গ্রামবাসীদের।

এই বস্তুটির কারণে গ্রামের লোকজন আতঙ্কের মধ্যে রয়েছেন। প্রশাসনের কাছে আতঙ্কিত এলাকাবাসীদের আর্জি, এটিকে যাতে দ্রুত নিষ্ক্রিয় করা হয় কিংবা অন্যত্র সরিয়ে নিয়ে যাওয়া হয়। এদিকে পুলিশ সূত্র মারফত জানা যাচ্ছে, সন্দেহজনক ওই বিশালাকার ধাতব বস্তুটি আসলে কী, তা খতিয়ে দেখতে বিশেষজ্ঞদের পরামর্শ নেওয়া হচ্ছে। তবে প্রাথমিকভাবে অনুমান এটি ব্রিটিশ আমলের কোনও বোমা হতে পারে।