Debnath Hansda FIR against Suvendu: বিরবাহার পর এবার শুভেন্দুর বিরুদ্ধে FIR দেবনাথ হাঁসদার

Jhargram: সম্প্রতি রাজ্যের মন্ত্রী অখিল গিরি দেশের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু সম্পর্কে মন্তব্য করে বিতর্কে জড়ান। সেই মন্তব্য ঘিরে যখন বিজেপি ময়দানে, তখনই পাল্টা সরব হচ্ছে তৃণমূলও।

Debnath Hansda FIR against Suvendu: বিরবাহার পর এবার শুভেন্দুর বিরুদ্ধে FIR দেবনাথ হাঁসদার
থানায় দেবনাথ হাঁসদা।
Follow Us:
| Edited By: | Updated on: Nov 17, 2022 | 11:57 PM

ঝাড়গ্রাম: বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর (LOP Suvendu Adhikari) বিরুদ্ধে জামবনি থানায় অভিযোগ দায়ের করলেন বিনপুরের বিধায়ক দেবনাথ হাঁসদা। বৃহস্পতিবার ঝাড়গ্রাম জেলার জামবনি থানায় শুভেন্দুর নামে অভিযোগ দায়ের করেন তিনি। তাঁর অভিযোগ, তফশিলি জাতিভুক্ত সদস্যদের সম্পর্কে অবমাননাকর মন্তব্য করেছেন নন্দীগ্রামের বিজেপি বিধায়ক। এর আগে বুধবারই এই একই অভিযোগকে সামনে রেখে শুভেন্দুর বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেন ঝাড়গ্রামের বিধায়ক বিরবাহা হাঁসদা (MLA Birbaha Hansda)।

সম্প্রতি রাজ্যের মন্ত্রী অখিল গিরি দেশের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু সম্পর্কে মন্তব্য করে বিতর্কে জড়ান। সেই মন্তব্য ঘিরে যখন বিজেপি ময়দানে, তখনই পাল্টা সরব হচ্ছে তৃণমূলও। তৃণমূলের অভিযোগ, শুভেন্দু অধিকারী বিরবাহা হাঁসদা, দেবনাথ হাঁসদা সম্পর্কে কুরুচিকর মন্তব্য করেছেন। শুভেন্দুর মন্তব্য গোটা তফশিলি সমাজকেই অপমান করার সমান বলেও দাবি বিরবাহা, দেবনাথের।

এ প্রসঙ্গে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও সরব হন। মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ” বিরবাহা হাঁসদা একটা আদিবাসী পরিবারের মেয়ে। সাংস্কৃতিক আদিবাসী পরিবারের মেয়ে। ঝাড়গ্রামের মেয়ে, ট্রাইবাল মেয়ে। তাকে যদি কেউ বলে জুতোর নীচে রেখে দেওয়া হবে, সেটা কি খুব রুচিকর ? নাকি কাউকে দাঁড়কাক বলাটা রুচিকর? আমরা তো এটা জানি ভিতরটা সুন্দর হওয়া উচিত। মানুষের মনের ভিতরটা সুন্দর হওয়া অনেক বেশি দামি। বিজেপি তরফাভাবে যে ভাষায় আক্রমণ করছে, যে কুৎসিত কথা বলছে সেটা কি ঠিক?”

মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশাপাশি বিরবাহা-ইস্যুতে সুর চড়িয়েছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্য়ায়ও। মঙ্গলবার তিনি বিজেপিকে চ্যালেঞ্জ ছুড়ে প্রশ্ন তোলেন, রাষ্ট্রপতি সম্পর্কে অখিল গিরির মন্তব্যের জন্য দলের সর্বোচ্চ নেত্রী ক্ষমা চেয়েছেন। কিন্তু বিরবাহাকে নিয়ে শুভেন্দু অধিকারীর মন্তব্যের জন্য বিজেপির সর্বোচ্চ নেতৃত্ব কি ক্ষমা চাইবেন? যদিও এ নিয়ে ইতিমধ্যেই শুভেন্দু অধিকারী জানিয়েছেন, তিনি বীরবাহাকে কিছুই বলেননি। বরং তিনি প্রশ্ন তোলেন, কেন এতদিন পর এ প্রসঙ্গ নিয়ে কথা উঠছে।