‘দিদির সঙ্গ ছাড়তে চান না জিতেন্দ্র’, জবাবি চিঠি ফিরহাদের, বরফ গলবে!

নিজের চিঠিতে শুক্রবার ফিরহাদ লিখেছেন, জিতেন্দ্র তাঁর মন্ত্রকের বিরুদ্ধে যে ধরনের অভিযোগ তুলেছেন তা পুরোপুরি 'ভিত্তিহীন'

'দিদির সঙ্গ ছাড়তে চান না জিতেন্দ্র', জবাবি চিঠি ফিরহাদের, বরফ গলবে!
জিতেন্দ্রর চিঠির প্রতিক্রিয়া ফিরহাদের
Follow Us:
| Updated on: Dec 18, 2020 | 10:02 PM

কলকাতা: তৃণমূল কংগ্রেস ও আসানসোল পুরসভার পুর প্রশাসকের পদ থেকে জিতেন্দ্র তিওয়ারি (Jitendra Tiwari) ইস্তফা দিয়েছেন ২৪ ঘণ্টা হল। এরই মধ্যে তাঁর উদ্দেশে পাল্টা চিঠি লিখে পাল্টা তোপ দাগলেন রাজ্যের পুরমন্ত্রী তথা কলকাতা পুরসভার মুখ্য প্রশাসক ফিরহাদ হাকিম (Firhad Hakim)।

নিজের চিঠিতে শুক্রবার ফিরহাদ লিখেছেন, জিতেন্দ্র তাঁর মন্ত্রকের বিরুদ্ধে যে ধরনের অভিযোগ তুলেছেন তা পুরোপুরি ‘ভিত্তিহীন’। এই ধরনের অভিযোগে তিনি ‘হতবাক’। যেভাবে দীর্ঘ ‘১০ বছর পর শীতঘুম থেকে উঠে’ জিতেন্দ্র অনুভব করলেন যে আসানসোলকে উন্নয়ন থেকে বঞ্চিত করা হয়েছে। এই বিষয়টিও ‘সারপ্রাইজ়’ করেছে তাঁকে।

জিতেন্দ্রর অভিযোগের পাল্টা দিয়ে ফিরহাদ লিখেছেন, কেন্দ্রীয় সরকারের স্মার্ট সিটি মিশনের আওতায় কোনওদিন আসানসোল পুরসভার নাম ছিল না। ফলে ২০০০ কোটি টাকা থেকে বঞ্চিত হওয়ার কোনও প্রশ্নই উঠছে না। কেননা, যে শহরগুলির নাম ওই তালিকায় রয়েছে তারাই ১০০ কোটি করে পেয়েছে। একইসঙ্গে সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট খাতে কীভাবে দেড় হাজার কোটি টাকা থেকে আসানসোল বঞ্চিত থেকেছে, সেই হিসেবও মেলাতে পারছেন না ফিরহাদ। কেননা, কেন্দ্রের তরফে দু’দফায় ২৬০ কোটি টাকা দেওয়া হয়েছিল। যা সময় মতো আসানসোল পুরসভাকে দিয়ে দেওয়া হয়েছে বলে দাবি করেছেন ববি হাকিমের।

আরও পড়ুন: নেতারা কেন দল ছাড়ছেন? পিকে-কে প্রশ্ন মমতার

এ বাদেও রাজ্য সরকার তথা পুর মন্ত্রক বিগত ১০ বছরে আসানসোল পুরসভায় নানা খাতে কত টাকা কীভাবে পাঠিয়েছে, সেই সমস্ত তথ্যও নিজের চিঠিতে উল্লেখ করেছেন কলকাতার প্রাক্তন মেয়র। চিঠিতে তাঁর স্পষ্ট দাবি, জিতেন্দ্রর উস্কানিমূলক বক্তব্য তিনি মেনে নেবেন না।

অন্যদিকে সূত্র মারফৎ জানা গিয়েছে, জিতেন্দ্রকে আগামিকাল ফের ক্যামাক স্ট্রিটের দফতরে ডেকে পাঠিয়েছেন অভিষেক-পিকে। ফলে নতুন করে দুতরফে বৈঠক হতে পারে এমন জল্পনাও বৃদ্ধি পাচ্ছে। ঘটনাচক্রে জিতেন্দ্র বিজেপিতে যোগ দিতে পারেন এমন আশঙ্কার দেখা যেতেই দলীয় সাংসদরা নিজেদের অসন্তোষ জাহির করেছিলেন। সেই ক্ষোভকে সঙ্গত বলেও বলেন দিলীপ ঘোষ। এরই মাঝে জিতেন্দ্র নাকি নিজের ঘনিষ্ঠ মহলে জানিয়েছেন, তিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গ ত্যাগ করবেন না।

আরও পড়ুন: লাদাখে পুরোপুরি সেনা সরাতে বৈঠকে আগ্রহী ভারত-চিন