লালাকে তৃতীয় নোটিস সিবিআই-এর, হাজিরা এড়ালে গ্রেফতারি পরোয়ানা!

এক অফিসার বলেন, "বারবার হাজিরা এড়ানোয় লালার উপর সন্দেহ বাড়ছিলই। এবার পরিবার নিয়ে পালিয়ে যাওয়ায় সে বুঝিয়ে দিল তদন্ত ঠিক পথেই এগোচ্ছে। চুরি না করলে পালাবে কেন!"

লালাকে তৃতীয় নোটিস সিবিআই-এর, হাজিরা এড়ালে গ্রেফতারি পরোয়ানা!
ফাইল ছবি।
Follow Us:
| Updated on: Dec 18, 2020 | 7:24 PM

কলতাকা: শুক্রবার পুরুলিয়ায় লালার (Coal Smuggler Lala) বাড়িতে তৃতীয় নোটিস দিতে যান কেন্দ্রীয় গোয়েন্দারা। গিয়ে দেখা যায়, লালার বাড়ির বাইরে তালা ঝুলছে। সই করে নোটিস নেওয়ার মতো কাউকে না পেয়ে বাড়ির সামনে নোটিস সাঁটিয়ে দিয়ে আসা হয়। সিবিআই (CBI) সূত্রে খবর, আগামী ২১ ডিসেম্বর লালাকে কলকাতায় নিজাম প্যালেসে সিবিআই দফতরে হাজিরা দিতে বলা হয়েছে। সিবিআইয়ের এক অফিসার বলেন, “বারবার হাজিরা এড়ানোয় লালার উপর সন্দেহ বাড়ছিলই। এবার পরিবার নিয়ে পালিয়ে যাওয়ায় সে বুঝিয়ে দিল তদন্ত ঠিক পথেই এগোচ্ছে। চুরি না করলে পালাবে কেন!”

গত ২৭ নভেম্বর কয়লা পাচারকাণ্ডের তদন্তভার নেওয়ার পর থেকে দু’বার লালাকে নোটিস পাঠিয়েছে সিবিআই। দু’বারই সময় চেয়ে পাল্টা চিঠি দিয়েছে লালা। গোয়েন্দারা দু’বারই তার আবেদন মেনে সময় দিয়েছে। কিন্তু তৃতীয়বার হাজিরা এড়ালে আর যে রক্ষা নেই তা স্পষ্ট করে দিচ্ছে সিবিআই। আইনের পথে কী করা হবে সে বিষয়ে ইতিমধ্যেই দিল্লিতে লিগ্যাল সেলের সঙ্গে আলোচনা সেরে ফেলেছে সিবিআই। সূত্রের খবর, এবার হাজিরা এড়ালে পরবর্তী পদক্ষেপ হিসেবে লালায় বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হবে। কোনওভাবে তখন যদি তাঁকে গ্রেফতার করা সম্ভব না হয়, তাহলে তাঁর সম্পত্তি বাজেয়াপ্ত করার প্রক্রিয়া শুরু করা হবে।

আরও পড়ুন: কলকাতায় আবার চিটফান্ডকাণ্ড, ২ হাজার কোটি টাকা প্রতারণার অভিযোগ

কয়লাকাণ্ডে মূল অভিযুক্ত লালা দেশ ছাড়তে পারে সেই আশঙ্কায় ইতিমধ্যেই লুকআউট নোটিস জারি করেছে সিবিআই। অর্থাৎ দেশের প্রত্যেকটি বিমানবন্দর, জাহাজ বন্দর এবং আন্তর্জাতিক সীমানায় লালার পাসপোর্ট নম্বর ও ছবি পাঠিয়ে দেওয়া হয়েছে। দেশ ছাড়ার কোনও গতিবিধি নজরে এলে সঙ্গে সঙ্গে জানানো হবে সিবিআইকে। গ্রেফতার করা হবে লালাকে।

হাজিরা এড়ালেও আড়ালে থেকে ইতিমধ্যেই কলকাতা হাইকোর্টে আগাম জামিনের আবেদন করেছে লালা। যদিও সেই আবেদনের শুনানি এখনও হয়নি। তবে সিবিআইও লালার আগাম জামিন আটকানোর জন্য সবরকম প্রস্তুতি সেরে রেখেছে। হাইকোর্টে মামলা উঠলে জামিনের বিরোধিতা করে লালাকে নিজেদের হেফাজতে চাইবে গোয়েন্দারা।

আরও পড়ুন: তৃণমূল আদৌ ১০০ পেরোবে কিনা সন্দিহান মুকুল