Malda: রাস্তা খারাপ, গর্ভবতী মহিলা সহ উল্টে গেল টোটো

Malda: স্থানীয় বাসিন্দাদের অভিযোগ,দীর্ঘদিন ধরে জল জমে রয়েছে জাতীয় সড়কে। আবার জলের ভিতরে বড় গর্ত তৈরি হয়েছে। সেই গর্ত না দেখতে পেয়ে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায় টোটোটি। গত কয়েকদিন আগেও একটি টোটো উল্টে দুজন মহিলা যাত্রী জখম হয়ে হাসপাতালে ভর্তি হন।

Malda: রাস্তা খারাপ, গর্ভবতী মহিলা সহ উল্টে গেল টোটো
এই রাস্তায় উল্টে গেল টোটোImage Credit source: Tv9 Bangla
Follow Us:
| Edited By: | Updated on: Sep 24, 2024 | 8:40 PM

মালদহ: জাতীয় সড়কে গর্ত। জল জমেছে সেই গর্তে। যাত্রীবাহি টোটো উল্টে এক গর্ভবতী মহিলা সহ পাঁচজন জখম। বিক্ষোভ। অবরোধ। মালদহের চাঁচলের খেজুরিয়া মোড়ে উত্তেজনা। আটকে বহু ছোট ও বড় গণপরিবহণ সহ পণ্যবাহী গাড়ি।

স্থানীয় বাসিন্দাদের অভিযোগ,দীর্ঘদিন ধরে জল জমে রয়েছে জাতীয় সড়কে। আবার জলের ভিতরে বড় গর্ত তৈরি হয়েছে। সেই গর্ত না দেখতে পেয়ে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায় টোটোটি। গত কয়েকদিন আগেও একটি টোটো উল্টে দুজন মহিলা যাত্রী জখম হয়ে হাসপাতালে ভর্তি হন।

এদিন আবারও টোটো উল্টে দুর্ঘটনা ঘটায় ক্ষোভ বেড়েছে। রাস্তা সংস্কারের পাশাপাশি সেই গর্ত ভরাটের দাবি উঠেছে। স্থানীয় এক এলাকাবাসী বলেন, “এই যে বর্ষা গেল কয়েকদিন আগে। সেই সময় টোটোতে চড়ে কয়েকজন মহিলা যাচ্ছিলেন। পাল্টি খেয়ে পড়ে যান। মাথা ফাটে। হাত ভাঙে। এখন তাঁরা চাঁচল হাসপাতালে ভর্তি রয়েছেন। আমরা চাইছি দ্রুত মেরামত করা হোক।”