Maldah: তৃণমূল নেতাকে কাটমানি না দিলে সই হবে না, অভিযোগ স্কুলেরই ম্যানেজিং কমিটির সভাপতির বিরুদ্ধে

Maldah: এমনকি যাঁরা চুক্তি ভিত্তিক শিক্ষক কর্মী এবং সাফাই কর্মীদের বন্ধ রয়েছে, তাঁদের বেতন। থমকে গেছে স্কুলের উন্নয়ন। যার ফলে তৈরি হয়েছে ব্যাপক অচলাবস্থা। স্কুল কর্তৃপক্ষ জেলা শিক্ষা দপ্তরেও বিষয়টি জানিয়েছেন। ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের অভিযোগ শেষ বৈঠকেও সভাপতি বলেছেন, তাঁর দিকে না দেখলে তিনি কোন কিছু করবেন না। অর্থাৎ তাঁকে টাকা দিতে হবে।

Maldah: তৃণমূল নেতাকে কাটমানি না দিলে সই হবে না, অভিযোগ স্কুলেরই ম্যানেজিং কমিটির সভাপতির বিরুদ্ধে
Follow Us:
| Edited By: | Updated on: Sep 24, 2024 | 3:43 PM

মালদহ: তৃণমূল নেতাকে কাটমানি না দিলে সই হবে না। স্কুল ফান্ডের তহবিল থেকে দিতে হবে অনৈতিক ভাবে টাকার ভাগ। এমনই অভিযোগ  ম্যানেজিং কমিটির সভাপতির বিরুদ্ধে। অভিযোগ উঠছে, তিনি রেজুলেশনে সই করছেন না। কয়েক মাস ধরে বন্ধ স্কুলের চুক্তি ভিত্তিক শিক্ষক, অস্থায়ী কর্মী, সাফাই কর্মীদের বেতন। বিল না দিতে পারায় কেটে দেওয়া হয়েছে স্কুলের বিদ্যুৎ পরিষেবাও। অচল অবস্থা স্কুলে, কাঠগড়ায় তৃণমূল নির্বাচিত ম্যানেজিং কমিটির সভাপতি এবং তাঁর স্বামী তথা যুব তৃণমূল নেতা। শিক্ষা দফতরকে অভিযোগ জানিয়েছেন স্কুলের প্রধান শিক্ষক। মালদহ জেলার হরিশ্চন্দ্রপুর ২ নম্বর ব্লকের বারদুয়ারি হাই স্কুলের ঘটনা।

প্রধান শিক্ষক এবং ম্যানেজিং কমিটির শিক্ষক সদস্যদের অভিযোগ, তৃণমূল নির্বাচিত ম্যানেজিং কমিটির সভাপতি অপর্ণা ঘোষ এবং তাঁর স্বামী যুব তৃণমূল নেতা মনোতোষ ঘোষ স্কুলের ফান্ড থেকে টাকার দাবি করছেন। কিন্তু তাঁরা সেই অনৈতিক দাবি মানবেন না। এদিকে টাকা না পাওয়ায় কোন রকম রেজুলেশনে সই করছেন না সভাপতি।  স্কুলের বিভিন্ন কাজ আটকে রয়েছে বলে দাবি।

এমনকি যাঁরা চুক্তি ভিত্তিক শিক্ষক কর্মী এবং সাফাই কর্মীদের বন্ধ রয়েছে, তাঁদের বেতন। থমকে গেছে স্কুলের উন্নয়ন। যার ফলে তৈরি হয়েছে ব্যাপক অচলাবস্থা। স্কুল কর্তৃপক্ষ জেলা শিক্ষা দপ্তরেও বিষয়টি জানিয়েছেন। ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের অভিযোগ শেষ বৈঠকেও সভাপতি বলেছেন, তাঁর দিকে না দেখলে তিনি কোন কিছু করবেন না। অর্থাৎ তাঁকে টাকা দিতে হবে।

যদিও সভাপতির স্বামী তথা যুব তৃণমূল নেতা দাবি করেছেন, “ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক এবং ম্যানেজিং কমিটির শিক্ষক সদস্যরা ব্যাপক দুর্নীতি করেছেন। সেই দুর্নীতি ফাঁস করব। তাই এই ধরনের মিথ্যে অভিযোগ আনা হচ্ছে।”

জেলা তৃণমূল মুখপাত্র আশিস কুণ্ডুর দাবি,  শিক্ষা দফতরের নির্দিষ্ট নিয়ম নীতি রয়েছে। কোন একটি স্কুলের ম্যানেজিং কমিটির সভাপতি যদি সেটাকে না মানেন। তবে জেলা শিক্ষাকর্তা সঠিক ব্যবস্থা নেবে। এক্ষেত্রে দলের কোন ব্যাপার নেই।