BJP Leader Murder Case: মালদহে বিজেপি নেতার ঝুলন্ত দেহ উদ্ধার, খুনের অভিযোগ ছেলে-বৌমার দিকে

BJP Leader Murder Case: স্থানীয় বাসিন্দাদের অভিযোগ এই খুনের পিছনে হাত রয়েছে বুরানের ছেলে বিপ্লব মুর্মু ও তাঁর স্ত্রীর। রাজনৈতিক প্রতিহিংসাতেই তাঁরা বুরনরে মেরে ফেলেছেন।

BJP Leader Murder Case: মালদহে বিজেপি নেতার ঝুলন্ত দেহ উদ্ধার, খুনের অভিযোগ ছেলে-বৌমার দিকে
এলাকায় প্রতিবেশীদের ভিড়Image Credit source: TV-9 Bangla
Follow Us:
| Edited By: | Updated on: Jul 23, 2023 | 11:15 AM

মালদহ: মালদহে (Malda) বামনগোলা থানা এলাকার নালাগোলায় বিজেপি (BJP) নেতার ঝুলন্ত দেহ উদ্ধারের ঘটনায় জোর শোরগোল জেলার রাজনৈতিক মহলে। স্থানীয় বাসিন্দাদের দাবি, সদস্যদের দাবি খুন করা হয়েছে ওই ব্যক্তিকে। তাঁরা এও জানাচ্ছেন বিগত কয়েকদিন থেকেই বুরন মুর্মু নামে ওই বিজেপি নেতাকে হুমকি দিচ্ছিল তৃণমূলের লোকজন। এদিকে বুরনের পুত্রবধূ এবার পঞ্চায়েত ভোটে তৃণমূলের প্রার্থী হয়েছিলেন বলেও খবর। কিন্তু, বিজেপির কাছে হেরে গিয়েছেন। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ এই খুনের পিছনে হাত রয়েছে বুরানের ছেলে বিপ্লব মুর্মু ও তাঁর স্ত্রীর। রাজনৈতিক প্রতিহিংসাতেই তাঁরা বুরনরে মেরে ফেলেছেন। ঘটনায়া ব্যাপক উত্তেজনা গোটা এলাকায়। 

তাঁর গ্রামের এক মহিলা বলছেন, “ওর ছেলে বিপ্লব আর ওর বউ মেরে দিয়েছে। লোকটা তো সকালে জল নিতেও এসেছিল। ওখান থেকে ওর ছেলে ওকে ডেকে নিয়ে গিয়েছিল। তারপরই শুনি বাঁচাও বাঁচাও করে চিৎকার করছে। আর আওয়াজ শুনতে পাইনি। এখন তো দেখি এই অবস্থা। আমরা চাই ওদের শাস্তি হোক। পুলিশ কড়া শাস্তি দিক। ওই ছেলেটার ফাঁসি হোক।”  

আর এক স্থানীয় বাসিন্দা মনোজ মুর্মু বলছেন, “ও দীর্ঘদিন থেকেই বিজেপি করত। ওর ছেলে-বউমা ওকে মেরে ফেলেছে। ওর বউমা তো তৃণমূলের হয়ে ভোটে দাঁড়িয়েছিল। হেরে গিয়েছে। বিজেপি জিতেছে। রাজনৈতিক প্রতিহিংসাতেই ওরা এখন এই কাজ করেছে।”