Malda: দিনেদুপুরে ব্যবসায়ীকে গুলি, ব্যাপক উত্তেজনা মালদহের সুজাপুরে

Malda: প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, ব্যক্তিগত আক্রোশের জেরে এ ঘটনা ঘটে থাকতে। আর্থিক কোনও টানাপোড়েনও নেপথ্যে কাজ করতে পারে বলে মনে করা হচ্ছে। এলাকার একটি প্লাস্টিক কারখানার মালিক শফিকুল। সুজাপুরে রয়েছে এই কারখানা।

Malda: দিনেদুপুরে ব্যবসায়ীকে গুলি, ব্যাপক উত্তেজনা মালদহের সুজাপুরে
ঘটনায় ব্যাপক উত্তেজনা এলাকায় Image Credit source: TV-9 Bangla
Follow Us:
| Edited By: | Updated on: Dec 22, 2023 | 4:04 PM

সুজাপুর: ফের রক্ত ঝরল মালদহে (Malda)। গুলিবিদ্ধ প্লাস্টিক ব্যবসায়ী শফিকুল ইসলাম। তাঁর বাড়ি সুজাপুরে। বর্তমানে তাঁকে এলাকার এক বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানা যাচ্ছে। তবে এ ঘটনায় এখনও পর্যন্ত কাউকে পুলিশ গ্রেফতার করেনি বলে খবর। কে বা কারা গুলি চালিয়েছে তা এখনও স্পষ্ট নয়। তবে জোরকদমে তদন্ত চলছে বলে জানিয়েছেন পুলিশ সুপার। দ্রুত অভিযুক্তদের গ্রেফতারি সম্ভব হবে বলে মনে করছেন তিনি। কিন্তু, কেন গুলি চালানো হল তা নিয়ে বাড়ছে ধোঁয়াশা। 

প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, ব্যক্তিগত আক্রোশের জেরে এ ঘটনা ঘটে থাকতে। আর্থিক কোনও টানাপোড়েনও নেপথ্যে কাজ করতে পারে বলে মনে করা হচ্ছে। এলাকার একটি প্লাস্টিক কারখানার মালিক শফিকুল। সুজাপুরে রয়েছে এই কারখানা। 

তবে সেখানে শুধু যে শফিকুলের একার কারখানা রয়েছে এমনটা নয়। এলাকার আরও অনেকেরই ওই এলাকায় কারখানা রয়েছে। তাই ব্যবসায়িক রেষারেষি থেকে এ ঘটনা ঘটেছে কিনা তা নিয়েও চলছে চাপানউতোর। শোনা যাচ্ছে অবৈধ লেনদেনের কথাও। তাই ব্যবসায়িক সমস্যার দিকটিও দেখছে পুলিশ। যদিও দিনেদুপুরে প্রকাশ্যে গুলি চালানোর ঘটনায় রীতিমতো শোরগোল শুরু হয়ে গিয়েছে এলাকায়। থমথমে ভাব আশেপাশের সমস্ত এলাকাতেই। চলছে পুলিশি টহল। সকলের মনেই একটাই প্রশ্ন, কারা ঘটাল এ ঘটনা?