Maldah Teacher’s Harassment: দু’ঘণ্টা ধরে শিক্ষিকাকে বন্ধ ঘরে নির্যাতনের অভিযোগ, অজ্ঞান হয়ে হাসপাতালে ভর্তি মহিলা
Maldah Teacher's Harassment: অন্যদিকে ওই স্কুলের অপর শিক্ষিকা বলেন, "ম্যাডামকে একা নিয়ে গিয়ে বৈঠক করা হচ্ছিল। সে সময় ওই ঘরে অন্য কোনও শিক্ষিকা ছিলে না ।বাইরে থেকে দফায় দফায় চিৎকার শুনি। পরে ম্যাডাম কাঁপতে কাঁপতে বৈঠক রুম থেকে বেরিয়ে আসেন এবং জ্ঞান হারান। আমরা চেঙদোলা করে টোটোতে উঠিয়ে হাসপাতালে নিয়ে যাই।"
মালদহ: নির্যাতনের শিকার এক শিক্ষিকা। স্কুলের মধ্যেই এক শিক্ষিকাকে শারীরিক ও মানসিক নির্যাতন করার অভিযোগ উঠেছে। ঘটনার জেরে ওই ঘরেই অসুস্থ হয়ে জ্ঞান হারালেন মহিলা। ঘটনার পর তাঁকে উদ্ধার করে প্রথমে ভর্তি করা হয় স্থানীয় হাসপাতালে। তারপর তাঁকে চাঁচল সুপার স্পেশ্যালিটি হাসপাতালে স্থানান্তরিত করা হয়।
ঘটনাস্থল মালদহ। অভিযোগ, স্কুলের প্রধান শিক্ষকের নেতৃত্বে পরিচালন সমিতির কয়েকজনকে নিয়ে ওই মহিলাকে নিগ্রহ করা হয়েছে। এ নিয়ে চাঁচল থানায় অভিযোগ জানিয়েছেন ওই শিক্ষিকার স্বামী। অভিযোগ পেয়ে ঘটনার তদন্ত শুরু হয়েছে জানিয়েছে পুলিশ। যদিও ওই হাইস্কুলের প্রধান শিক্ষকের দাবি গোটা বিষয়টিই সাজানো ঘটনা। তিনি বলেন, ” আমি সে সময় স্কুলে ছিলাম না। নামাজ পড়তে গিয়েছিলাম ।এই ধরনের ঘটনাটি ঘটেনি স্কুলে।
অন্যদিকে ওই স্কুলের অপর শিক্ষিকা বলেন, “ম্যাডামকে একা নিয়ে গিয়ে বৈঠক করা হচ্ছিল। সে সময় ওই ঘরে অন্য কোনও শিক্ষিকা ছিলে না ।বাইরে থেকে দফায় দফায় চিৎকার শুনি। পরে ম্যাডাম কাঁপতে কাঁপতে বৈঠক রুম থেকে বেরিয়ে আসেন এবং জ্ঞান হারান। আমরা চেঙদোলা করে টোটোতে উঠিয়ে হাসপাতালে নিয়ে যাই।” নির্যাতিতার স্বামী বলেন, “আমার স্ত্রীকে দীর্ঘদিন ধরে শারীরিক ও মানসিক হেনস্থা করা হয়েছে। ছাত্র-ছাত্রীদের সামনেও এই কাজ হয়েছে। কালকে সেটা বাড়াবাড়ি হয়েছে। হেডমাস্টারের প্ররোচনায় পরিচালন সমিতির লোকজন ২ ঘণ্টা ধরে নির্যাতন করেছে।”