ভোর-রাতে হঠাৎ হৈ-চৈ। তুমুল উত্তেজনা। কী হয়েছে-কী হয়েছে ততক্ষণে রব উঠেছে এলাকায়। কাছে যেতেই দেখা গেল এক সঙ্গে দু'দুটো কুমির ধরা পড়ে।
যদিও এলাকাবাসীদের দাবি, একটি কুমির ধরা পড়ার পরই পালিয়ে গিয়েছে। তবে বিশাল আকৃতির ওই কুমিরটি দেখে গ্রামবাসীদের উত্তেজনা ছিল চোখে পড়ার মতো।
এরপর ওই কুমিরটিকে দড়ি দিয়ে লাইট পোস্টের সঙ্গে বেঁধে রাখেন গ্রামবাসীরা।
মঙ্গলবার ভোর-রাতে মালদার রাজনগর গঙ্গার ঘাটে ঘটনাটি ঘটেছে। কুমির দেখে এলাকাবাসী এতটাই উত্তেজিত হয়ে পড়ে যে তারা সেটিকে ধরতে নেমে পড়ে।
পরে ঘটনাস্থলে পুলিশ ও বন দফতরের কর্মীরা আসেন। তারা এসে ওই কুমিরটিকে উদ্ধার করে নিয়ে চলে যায়।