Bomb Recovered: রাজ্যে আবারও বিপুল পরিমাণ বোমা উদ্ধার, এবার মালদা

Bomb Recovered: সমস্ত নিয়মকানুন মেরে দমকল, মেডিক্যাল টিম ও পুলিশ আধিকারিকদের উপস্থিতিতে বোমাগুলিকে  নিষ্ক্রিয় করে সিআইডির বম্ব স্কোয়ার্ড।

Bomb Recovered: রাজ্যে আবারও বিপুল পরিমাণ বোমা উদ্ধার, এবার মালদা
বোমা উদ্ধার
Follow Us:
| Edited By: | Updated on: Dec 27, 2022 | 3:28 PM

মালদা: ফের রাজ্যে বোমা উদ্ধার। এক সঙ্গে ৪৯ টি বোমা উদ্ধার হল মালদায়। কালিয়াচকের আকন্দবাড়িয়া গ্রাম পঞ্চায়েতের সাইলাপুরের ঘোষপাড়া ও সোনাপাড়ার মাঝামাঝি বাঁশের ঝোপে বোমাগুলি দুটি জারিকেনে রাখা ছিল।  দুই জায়গায় ৪৯ টি আধ পোড়া বোমা উদ্ধার হয়। স্থানীয় বাসিন্দারাই সেগুলি প্রথমে দেখতে পান। সমস্ত নিয়মকানুন মেনে দমকল, মেডিক্যাল টিম ও পুলিশ আধিকারিকদের উপস্থিতিতে বোমাগুলিকে  নিষ্ক্রিয় করে সিআইডির বম্ব স্কোয়ার্ড।

গত কয়েকদিন ধরে  রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে যত পরিমাণ বোমা-আগ্নেয়াস্ত্র উদ্ধার হয়েছে, তাতে প্রশ্ন উঠেছে একাধিক। রবিবারও বর্ধমানের গলসি থেকে ৪ জ্যারিকেন ভর্তি বোমা উদ্ধার হয়েছে। চাষিরা ক্ষেতে চাষ করতে গিয়ে ক্ষেতে বোমা পড়ে থাকতে দেখেন। পরে থানায় খবর দেওয়া হয়। পুলিশ গিয়ে খবর দেয় বম্ব স্কোয়াডকে। পরেরদিন বোমাগুলিকে নিষ্ক্রিয় করা হয়। তা নিয়ে এলাকায় উত্তেজনা রয়েছে। ঠিক তার আগেই ভাঙড় ও নানুর থেকে বিপুল পরিমাণ আগ্নেয়াস্ত্র ও বোমা উদ্ধার হয়। রাজ্যে কোথা থেকে বোমা ও আগ্নেয়াস্ত্র উদ্ধার হচ্ছে, কোথা থেকে তা আসছে, তা নিয়ে সরব হয়েছেন বিরোধীরা। এটাকে ইস্যু করেছেন বিরোধীরাও। বিজেপির সর্ব ভারতীয় সহ সভাপতি দিলীপ ঘোষ বলেন, “এটাই এখন এ রাজ্যের একমাত্র শিল্প। যেখানে সেখানে গড়ে উঠছে। প্রোপ্রাইটার তৃণমূল নেতারা। মাঝে মাঝে টেস্ট হচ্ছে। নিজেদের পার্টির মধ্যে হচ্ছে। মাঝে মাঝে অন্যের ওপর হচ্ছে। মানুষ চিন্তিত।”