ভিডিয়ো: রাজ্য সড়কে ষাঁড়ের তুমুল লড়াই, দাবাং মুডে প্রাণের ঝুঁকি নিয়ে এগিয়ে গেলেন আইসি
Malda: এদিন আচমকা বুলবুলচন্ডী হাসপাতাল মোড় এলাকায় মাঝ রাস্তাতেই আচমকা লড়াই শুরু করে দেয় দু’টি ষাঁড়। দিনেদুপুরে রীতিমতো তুলকালাম কাণ্ড বেধে যায় বুলবুলচন্ডী হাসপাতাল মোড়ে। ঘটনায় ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়।
মালদহ: মাঝ রাস্তাতেই তুমুল লড়াইয়ে দুই ষাঁড়। সামনে পিছনে সার দিয়ে দাঁড়িয়ে বাস, চারচাকা। ভিড় জমেছে কৌতূহলী জনতারও। ঘটনার জেরে অবরুদ্ধ হয়ে পড়ে রাজ্য সড়ক। উত্তেজনা এলাকায়। এদিকে এ দৃশ্য দেখে ষাঁড়ের লড়াই থামাতে একেবারে দাবাং মুডে রাস্তায় নেমে পড়লেন থানার আইসি। নিজেই মোকাবিলা করে ক্ষান্ত করলেন ষাঁড়দুটিকে। এ দৃশ্য দেখে হতবাক এলাকারা বাসিন্দারা। ঘটনা মালদহ নালাগোলা রাজ্য সড়কের বুলবুলচন্ডী হাসপাতাল মোড় এলাকায়।
দেখা যায় এদিন আচমকা বুলবুলচন্ডী হাসপাতাল মোড় এলাকায় মাঝ রাস্তাতেই আচমকা লড়াই শুরু করে দেয় দু’টি ষাঁড়। দিনেদুপুরে রীতিমতো তুলকালাম কাণ্ড বেধে যায় বুলবুলচন্ডী হাসপাতাল মোড়ে। পরিস্থিতি এতটাই উত্তপ্ত হয়ে যায় যে বেশ কিছুক্ষণের জন্য ওই রাস্তায় সমস্ত যান চলাচল বন্ধ হয়ে যায়। তীব্র আতঙ্ক ছড়ায় এলাকার বাসিন্দাদের মধ্যে।
#Watch: মালদহে দুই ষাঁড়ের লড়াই। লড়াই থামাতে দাবাং হয়ে পথে নামলেন থানার আইসি।
সব খবর: https://t.co/Z9cGg0kjDs#Malda | #BullFight | @WBPolice pic.twitter.com/8wXU1y2JaO
— TV9 Bangla (@Tv9_Bangla) January 9, 2024
খবর যায় পুলিশে। খবর পাওয়া মাত্রই এলাকায় ছুটে আসে হবিবপুর থানার পুলিশ। ষাঁড় দু’টিকে থামাতে গিয়ে রীতিমতো হিমশিম খেতে হয় পুলিশকেও। শেষে পরিস্থিতি সামাল দিতে মাঠে নামেন খানার আইসি সুবীর কর্মকার। জীবনের ঝুঁকি নিয়েই ষাঁড় দু’টিকে শান্ত করতে ছুটে যান। তার কেরামতিতেই শেষে ষাঁড়গুলিকে রাস্তা থেকে সরানো সম্ভব হয়। আইসি-র এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন এলাকার সাধারণ বাসিন্দারাও।