Malda: রবি ঠাকুরের লেখা থেকে বাস্তবের মাটি, বিবাদের কেন্দ্রবিন্দু সেই ‘দুই বিঘা জমি’
Malda: তৃণমূলের দুই গোষ্ঠীর সংঘর্ষে উত্তাল মালদার হরিশ্চন্দ্রপুরের ভিঙ্গল গ্রাম পঞ্চায়েত এলাকা।
মালদা: রবি ঠাকুরের লেখা থেকে বাস্তবের মাটি। ‘দুই বিঘা’ জমিতেই যেন সমস্যার গোঁড়াপত্তন। কবিতায় বাবু উপেনকে হুশিয়ারির সুরে বলেছিলেন, ‘এই জমি লইব কিনে।’ হালের দুনিয়ায় দুই বিঘা জমির ‘দখল’ আলোচনার মধ্যমনি। সেই জমির দখল থাকবে কার হাতে? তৃণমূলের দুই গোষ্ঠীর সংঘর্ষে উত্তাল মালদার হরিশ্চন্দ্রপুরের ভিঙ্গল গ্রাম পঞ্চায়েত এলাকা। দুই দলের সংঘর্ষে আহত হয়েছেন কমপক্ষে মহিলা সহ ১৪জন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে শেষমেশ ময়দানে নামতে হয় বিশাল পুলিশবাহিনীকে।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, হরিশ্চন্দ্রপুরের ভিঙ্গল গ্রাম পঞ্চায়েতের লক্ষণপুর মিসকিমপুর এলাকায় জমি নিয়ে শাসকদলের এই বিবাদ। স্থানীয় তৃণমূল নেতা রাহানুল গোষ্ঠী এবং ওপর নেতা আফতাবউদ্দিনের মধ্যে বিবাদ। স্থানীয় একটি দুই বিঘা জমির দখল নিয়ে তিনমাস ধরে চলা সেই রেষারেষি মঙ্গলবার চরমে পৌঁছয়। গোষ্ঠী সংঘর্ষ একসময় রণক্ষেত্রের চেহারা নেয়। হাতাহাতিতে জখম হন মহিলা সহ ১৪ জন। তাদের চিকিৎসার জন্য ভর্তি করা হয়েছে হরিশ্চন্দ্রপুর গ্রামীণ হাসপাতালে।
সংঘর্ষ নিয়ে স্থানীয় বাসিন্দা রাজিব হক বলেন, ‘কাগজে-কলমে আমরা জমির মালিকানা পাচ্ছি। তবুও একপক্ষ এসে ঝামেলার সৃষ্টি করছে। আমাদের অনেককে মারধর করা হয়েছে। তারা প্রত্যেকেই হাসপাতালে চিকিৎসাধীন। পুলিশ ঘটনার ফলে এসে তাদের আটকায়।’