Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Loksabha Polls 2024: ‘বুটের দপদপানি, AK-47 দেখিয়ে লাভ নেই’, কমিশনকে ‘চমকালেন’ তৃণমূলের প্রসূন

Maldah: তৃণমূল নেতৃত্ব প্রসূনের এই বক্তব্য প্রসঙ্গে বলছে, তাদের কিছু বলার নেই এই প্রসঙ্গে। উনি যা বলার বলেছেন। তবে মালদহ উত্তরের বিদায়ী সাংসদ খগেন মুর্মু বলেন, "আমরা তৃণমূলের প্রতিটা চমকানো ধমকানো নির্বাচন কমিশনে জানাব। যিনি আজ এখানে ধমকাচ্ছেন ভাবছেন সকলে ঘরে ঢুকে যাবে।"

Loksabha Polls 2024: 'বুটের দপদপানি, AK-47 দেখিয়ে লাভ নেই', কমিশনকে 'চমকালেন' তৃণমূলের প্রসূন
মালদহ উত্তরের প্রার্থী প্রসূন বন্দ্যোপাধ্যায়। Image Credit source: TV9 Bangla
Follow Us:
| Edited By: | Updated on: Mar 18, 2024 | 12:36 PM

মালদহ: ভোটের মুখে খাকি উর্দি ছেড়ে রাজনীতিতে যোগ দিয়েছেন প্রাক্তন আইপিএস প্রসূন বন্দ্যোপাধ্যায়। মালদহ উত্তরে তৃণমূল তাঁকে প্রার্থীও করেছে। আর রাজনীতিতে নেমেই গরমাগরম ‘ডায়লগ’ প্রসূনের। দলীয় কর্মীদের নিদান দিলেন, নির্বাচন কমিশনকে স্কুলে বসিয়ে রেখে তাঁকে যেন খবর দেওয়া হয়। শুধুই তাই নয়, আরও বার্তা দিয়েছেন তিনি। যার বিরোধিতা করে নির্বাচন কমিশনে যাওয়ার হুঁশিয়ারি দিয়েছে বিজেপি।

হরিশচন্দ্রপুরে উত্তর মালদহের তৃণমূল প্রার্থী প্রসূন বন্দ্যোপাধ্যায় প্রচারে গিয়েছিলেন। এই প্রসূনকে এক সময় মালদহবাসী পুলিশকর্তা হিসাবে চিনতেন। এবার ভোটের প্রার্থী। ভোট প্রচারে নেমে প্রসূনকে বলতে শোনা গেল, “প্যারামিলিটারি যদি ভয় দেখায় আমার নাম প্রসূন ব্যানার্জি। ম্যায় হু না। নির্বাচন কমিশনকে বসিয়ে রাখতে হবে এখানে। ভাল করে জলটল দিয়ে দেবেন। ওদের অযত্ন করবেন না। ওনারাও চাকরি করেন। কোনও অযত্ন করবেন না। শুধু বলবেন প্রসূন ব্যানার্জি খেলতে এসেছে। বুটের দপদপানি, একে-৪৭ দিয়ে কোনও লাভ নেই। বুঝে নেবে সব। আইনকানুন, অবজারভার বুঝে নেবে। সকলকে সম্মান দেবেন। প্রতিপক্ষকে সম্মান দেবেন, কাউকে কুকথা বলবেন না।”

তৃণমূল নেতৃত্ব প্রসূনের এই বক্তব্য প্রসঙ্গে বলছে, তাদের কিছু বলার নেই। উনি যা বলার বলেছেন। তবে মালদহ উত্তরের বিদায়ী সাংসদ খগেন মুর্মু বলেন, “আমরা তৃণমূলের প্রতিটা চমকানো ধমকানো নির্বাচন কমিশনে জানাব। যিনি আজ এখানে ধমকাচ্ছেন, ভাবছেন সকলে ঘরে ঢুকে যাবে।” অন্যদিকে সিপিএমের যাদবপুরের প্রার্থী সৃজন ভট্টাচার্যের বক্তব্য, “এই ভদ্রলোক নায়ক সিনেমার অনিল কাপুর হতে চাইছেন।”