Maldah: মালদহে বোমা বিস্ফোরণের ঘটনার ৭ মাস পর গ্রেফতার ৩ জন
Maldah: পুলিশ সূত্রে খবর, গত বছরের ১৫ জুলাই মালদহের বৈষ্ণবনগর থানা ও কালিয়াচক থানার সংযোগস্থলে বোমা তৈরির সময় তা ফেটে মৃত্যু হয় একজনের। মৃতদেহটি পড়েছিল কালিয়াচক থানার শেষ সিমান্ত 'করারি চাঁদপুর' এর লিচুরবাগান এলাকায়। এই ঘটনার তদন্তে নামে বৈষ্ণবনগর ও কালিয়াচক থানার পুলিশ যৌথভাবে তদন্ত শুরু করে।
মালদহ: অবশেষে বোমা বিস্ফোরণ-কাণ্ডে গ্রেফতার তিনজন। সাত মাস পর বোমা বিস্ফোরণে গ্রেফতার হল অভিযুক্তরা। অভিযুক্তদের নাম নাসিরুল মিঞা, রবিউল ইসলাম ও বাদিরুল রহমান। গত বছরের জুন মাসে বোমা বিস্ফোরণের ঘটনা ঘটে। সেই ঘটনায় গ্রেফতার হয়েছে অভিযুক্তরা।
পুলিশ সূত্রে খবর, গত বছরের ১৫ জুলাই মালদহের বৈষ্ণবনগর থানা ও কালিয়াচক থানার সংযোগস্থলে বোমা তৈরির সময় তা ফেটে মৃত্যু হয় একজনের। মৃতদেহটি পড়েছিল কালিয়াচক থানার শেষ সিমান্ত ‘করারি চাঁদপুর’ এর লিচুরবাগান এলাকায়। এই ঘটনার তদন্তে নামে বৈষ্ণবনগর ও কালিয়াচক থানার পুলিশ যৌথভাবে তদন্ত শুরু করে।
এরপরই অভিযুক্তরা এলাকা ছেড়ে পালিয়ে যায়। প্রায় সাত মাস তাদের খোঁজে তল্লাশি করে পুলিশ। এরপর কালিয়াচক থানার চাঁদপুর এলাকায় হানা দেন আধিকারিকরা। সেখান থেকে বৈষ্ণবনগর থানার তিনশো বিঘি এলাকার তিনজন অভিযুক্তকে গ্রেফতার করে কালিয়াচক থানার পুলিশ।