তৃণমূল কর্মীকে শাবল দিয়ে ‘কোপ’, উত্তেজনা মালদায়
গুরুতর আহত তৃণমূলের প্রাক্তন বুথ সভাপতি আম্বার আলিকে হরিশ্চন্দ্রপুর গ্রামীণ হাসপাতালে ভর্তি করানো হয়েছে।
মালদা: তৃণমূলের বুথ সভাপতির ওপর ‘হামলা’। প্রকাশ্যেই কোপান হল শাবল দিয়ে। ঘটনাকে ঘিরে উত্তেজনা মালদার হরিশ্চন্দ্রপুরের রামপুরে। তবে স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এই লডা়ই মূলত পারিবারিক।
জানা গিয়েছে, আহত ব্যক্তি আম্বাল আলি তৃণমূলের সমর্থক। শনিবার এলাকারই দোকানে বসে ‘দুয়ারে সরকার’ প্রকল্পের প্রচার করছিলেন। অভিযোগ, তখনই তাঁর ওপর চড়াও হন তাঁর এক আত্মীয় জাবেরুল ইসলাম। তিনি সম্পর্কে আম্বালের মামা। তাঁকে মারধর করার অভিযোগ ওঠে। রাস্তায় ফেলে শাবল দিয়ে কোপান হয় বলেও অভিযোগ। গুরুতর আহত তৃণমূলের প্রাক্তন বুথ সভাপতি আম্বার আলিকে হরিশ্চন্দ্রপুর গ্রামীণ হাসপাতালে ভর্তি করানো হয়েছে।
ঘটনায় জাবেরুল ইসলাম ও তাঁর তিন ছেলের বিরুদ্ধে অভিযোগ ওঠেছে। তাঁদের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। তদন্তে নেমেছে হরিশ্চন্দ্রপুর থানার পুলিশ। রাতে অভিযুক্তদের খোঁজে তল্লাশি চলে। তবে প্রত্যেকেই পলাতক।
আরও পড়ুন: ‘আগামিকাল দুপুরে আমাকে একটু ঘরে ঢুকতে দিও প্লিজ’, ‘উইথ লাভ’ সুজাতা!
যদিও বিজেপি নেতা দীপঙ্কর রামের দাবি, আম্বারের মামা বিজেপি করায় তাঁকে উদ্দেশ্যপূর্ণ ভাবে ফাঁসানোর চেষ্টা করছে তৃণমূল। ঘটনাস্থলে তাঁরা কেউই ছিলেন না বলে দাবি তাঁদের। এটিকে গোষ্ঠীদ্বন্দ্বের জের বলে উল্লেখ করেছে বিজেপি। অভিযুক্তদের কড়া শাস্তির দাবি জানিয়েছেন তৃণমূল যুব সম্পাদক জিয়াউর রহমান।