Maldah Migrant Worker Death: মুর্শিদাবাদের পর মালদহ, আরও এক পরিযায়ী শ্রমিকের প্রাণ গেল ভিনরাজ্যে
Maldah Migrant Worker Death: জানা গিয়েছে, প্রায় চল্লিশ দিন আগে সংসার চালাতে হায়দরাবাদ গিয়েছিলেন আকিদুল। সেখানে নির্মাণ কাজ করার সময় বিদ্যুৎচালিত মেশিনে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যান তিনি। আকিদুরের পরিবারে রয়েছে তিন সন্তান। এখন স্বামীকে হারিয়ে রীতিমত স্তম্ভিত তিনি।
মালদহ: মুর্শিদাবাদের পর এবার মালদহ। ফের ভিনরাজ্যে মৃত্যু পরিযায়ী শ্রমিকের। এবারও বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হয়েছে ওই শ্রমিকের। পরিবার সূত্রে জানা গিয়েছে, মৃতের নাম আকিদুল শেখ। হায়দরাবাদে কাজে গিয়েছিলেন তিনি। আকিদুলের বাড়ি মালদহর কালিয়াচকের শেরশাহিতে।
জানা গিয়েছে, প্রায় চল্লিশ দিন আগে সংসার চালাতে হায়দরাবাদ গিয়েছিলেন আকিদুল। সেখানে নির্মাণ কাজ করার সময় বিদ্যুৎচালিত মেশিনে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যান তিনি। আকিদুরের পরিবারে রয়েছে তিন সন্তান। এখন স্বামীকে হারিয়ে রীতিমত স্তম্ভিত তিনি। মৃতের দাদা বলেন, “হায়দরাবাদে গিয়েছিল। ব্রেকার মেশিন দিয়ে কাজ করছিল। সেই সময় ওর শরীরে কারেন্ট লেগে যায়। ওর সঙ্গে কাজ করছিল আরও একটি ছেলে। সে দেখতে পেয়ে বাকিদের খবর দেয়। তারপর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন।”
তবে শুধু আকিদুর নয়, মুর্শিদাবাদের ধুলিয়ানের বাসিন্দা মোকলেসুর রহমানও গতকাল বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা গিয়েছেন। মাস দু’য়েক আগেই ধুলিয়ান থেকে রাজমিস্ত্রির কাজের জন্য দিল্লির সরোজিনী নগরে গিয়েছিলেন। তবে প্রাণটাই যে চলে যাবে সে কথা হয়ত ঠাউর করতে পারেননি।