Maldah: বাড়ির গলি দিয়ে হেঁটে বেরিয়ে যায়, মুখ্যমন্ত্রীর সফরের আগেই রহস্যজনকভাবে নিখোঁজ নাবালিকা

Maldah: আশপাশের এলাকায় খোঁজ করেন। পাড়া প্রতিবেশীদের সঙ্গে কথা বলেন। কিন্তু কেউই নাবালিকার খোঁজ দিতে পারেননি। পরিবারের অভিযোগ, বাড়ির সামনে থেকেই নাবালিকাকে অপহরণ করে নিয়ে যাওয়া হয়েছে।

Maldah: বাড়ির গলি দিয়ে হেঁটে বেরিয়ে যায়, মুখ্যমন্ত্রীর সফরের আগেই রহস্যজনকভাবে নিখোঁজ নাবালিকা
এলাকায় সিসিটিভি ফুটেজImage Credit source: TV9 Bangla
Follow Us:
| Edited By: | Updated on: Jan 30, 2024 | 3:20 PM

মালদহ: ২৪ ঘণ্টার মধ্যেই জেলায় আসছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। করা নিরাপত্তায় ঘেরে রাখা হয়েছে মালদহের ইংরেজবাজারকে। তারই মধ্যে বাড়ির সামনে থেকে উধাও এক ব্যবসায়ীর নাবালিকা কন্যা। পরিবারের তরফ থেকে  অপহরণের অভিযোগ তোলা হয়েছে। ইতিমধ্যেই পরিবারের পক্ষ থেকে ইংরেজবাজার থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। এলাকায় ব্যাপক চাঞ্চল্য তৈরি হয়েছে।

জানা গিয়েছে, ইংরেজাবাজারের ওই ব্যবসায়ীর নাম মনোজ কুমার কেশরী। বাড়ি মালদার ইংরেজবাজারের উত্তর বালুচরে। তাঁর মেয়ে একটি বেসরকারি স্কুলের ছাত্রী।  মঙ্গলবার নিজের বাড়ির সামনেই ছিল ওই ছাত্রী। পরিবারের দাবি, বাড়ির সামনে থাকায়, সেভাবে তাঁরা কেউ নজরেও রাখেননি। কিন্তু নির্দিষ্ট সময় পেরিয়ে যাওয়ার পর ঘরে না ঢোকায় পরিবারের সদস্যরা বাড়ি থেকে বেরিয়ে খোঁজ শুরু করেন। তখন বাড়ির বাইরে কাউকেই দেখতে পাননি তাঁরা।

আশপাশের এলাকায় খোঁজ করেন। পাড়া প্রতিবেশীদের সঙ্গে কথা বলেন। কিন্তু কেউই নাবালিকার খোঁজ দিতে পারেননি। পরিবারের অভিযোগ, বাড়ির সামনে থেকেই নাবালিকাকে অপহরণ করে নিয়ে যাওয়া হয়েছে। অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে ইংরেজবাজার থানার পুলিশ। এলাকার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে।

ছাত্রীর বাবা বলেন, “সাড়ে ছটায় ঘর থেকে বেরিয়েছিল, বলল একটু হেঁটে আসছি বলে। ওর মা ৭টার সময়ে বলল মেয়ে কই, ঘরে ঢুকছে না তো! আমি তখন ওতো পাত্তা দিইনি। পরে সাড়ে ৭টার সময়ে আমারও খটকা লাগে। ঘর থেকে বেরিয়ে দেখি, মেয়ে নেই। তারপর খোঁজ শুরু করি। সব জায়গায় খুঁজেছি।” মেয়েকে খুঁজে না পেয়ে ভীষণভাবে ভেঙে পড়েছে পরিবার। ওই নাবালিকার কারোর সঙ্গে কোনও সম্পর্ক রয়েছে কিনা, সে স্বেচ্ছাতেই চলে গিয়েছে কিনা, সেটা খতিয়ে দেখছেন তদন্তকারীরা। কারণ সিসিটিভি ফুটেজে দেখা গিয়েছে, ওই নাবালিকা হেঁটে একাই বাড়ির গলি দিয়ে বেরিয়ে গিয়েছে।