Maldah TMC Clash: নির্দল হিসাবে লড়তে বলেছিলেন বিক্ষুব্ধকে, ফলঘোষণার পরই তৃণমূল নেতাকে রাস্তায় ফেলে পেটালেন ‘দলের লোকরাই’

Maldah TMC Clash: নির্বাচনের ফল প্রকাশের পর থেকেই একাধিক জায়গায় অশান্তি খবর আসছে। মূলত তার নেপথ্যে তৃণমূলেরই গোষ্ঠীকোন্দলের অভিযোগ উঠে আসছে। এরকমই অভিযোগ উঠেছে মালদায়।

Maldah TMC Clash: নির্দল হিসাবে লড়তে বলেছিলেন বিক্ষুব্ধকে, ফলঘোষণার পরই তৃণমূল নেতাকে রাস্তায় ফেলে পেটালেন 'দলের লোকরাই'
মালদা প্রকাশ্যে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব (নিজস্ব চিত্র)
Follow Us:
| Edited By: | Updated on: Mar 03, 2022 | 9:28 AM

মালদা: মালদায় তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব প্রকট। মালদায় তৃণমূলের টাউন সভাপতি ও তাঁর ভাইয়ের ওপর হামলা চালানোর অভিযোগ। অভিযোগের তির তৃণমূলেরই দিকে। আক্রান্ত ইংরেজবাজার টাউন সভাপতি নরেন্দ্রনাথ তিওয়ারি ও তাঁর ভাই। বাঁশ, লাঠি, লোহার রড দিয়ে হামলা চালানোর অভিযোগ ওঠে।

নির্বাচনের ফল প্রকাশের পর থেকেই একাধিক জায়গায় অশান্তি খবর আসছে। মূলত তার নেপথ্যে তৃণমূলেরই গোষ্ঠীকোন্দলের অভিযোগ উঠে আসছে। এরকমই অভিযোগ উঠেছে মালদায়। ২২ নম্বর ওয়ার্ডে নির্দল প্রার্থী দেওয়াকে কেন্দ্র করে বিবাদ হয় তৃণমূলের দুপক্ষের মধ্যে। তা নিয়ে দুপক্ষের মধ্যে চাপা উত্তেজনা ছিল। বুধবার ফল প্রকাশের পর তা চরমে ওঠে। মহানন্দাপল্লি এলাকায় নিজের বাড়ির সামনেই আক্রান্ত হন নরেন্দ্রনাথ তিওয়ারি। অভিযোগ, বুধবার বিকালে বাড়ি থেকে বেরিয়ে সামনেই একটি জায়গায় যাচ্ছিলেন নরেন্দ্রনাথ। অভিযোগ, সে সময় তৃণমূলেরই একদল যুবক তাঁর পথ আটকায়।

প্রথমে দুপক্ষের মধ্যে বচসা শুরু হয়। তা গড়ায় হাতাহাতিতে। একা পেয়ে নরেন্দ্রনাথ তিওয়ারির ওপর বাঁশ, লাঠি নিয়ে হামলা চালানো হয় বলে অভিযোগ। চিৎকার শুনতে পেয়ে বাড়ি থেকে বেরিয়ে আসেন নরেন্দ্র তিওয়ারির ভাই। প্রতিরোধ গড়ে তুললে তিনিও আক্রান্ত হন। তাঁকেও রাস্তায় ফেলে বেধড়ক মারধর করা হয় বলে অভিযোগ। পরে স্থানীয়রা জড়ো হয়ে গেলে অভিযুক্তরা পালিয়ে যান। স্থানীয়রাই নরেন্দ্রনাথ তিওয়ারিকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যান। সেখানে তাঁর অবস্থার অবনতি হওয়ায় তাঁকে গুরুতর আহত অবস্থায় মালদা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তাঁর অপারেশন হয়। হাসপাতালে চিকিৎসাধীন তাঁর ভাইও।

কিন্তু কেন এই হামলা? জানা যাচ্ছে, মালদার বিক্ষুব্ধ এক তৃণমূল নেতাকে নরেন্দ্রনাথ তিওয়ারি ২২ নম্বর ওয়ার্ডে নির্দল হিসাবে প্রতিদ্বন্দ্বিতা করতে বলেছিলেন। আক্রান্তের ভাই বলেন, “আমি তখন অন্য কাজে ব্যস্ত ছিলাম। আমার কাছে খবর আসে, দাদাকে মারছে। বাঁশ দিয়ে মারছে। দাদা তৃণমূল করে। যারা মারছিল, তারা আসলে প্রার্থীর লোক।” যদিও স্থানীয় তৃণমূল নেতৃত্বের তরফে কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

আরও পড়ুন: Burdwan TMC Worker Unnatural Death: বাইরে ‘খেলা হবে’ গান, ব্যান্ড পার্টি! ঘরের ভিতরে তরুণী তৃণমূল কর্মীর চরম অবস্থা দেখল পরিবার