স্বামীর বিবাহ বহির্ভূত সম্পর্কের প্রতিবাদ, ঘর থেকে উদ্ধার স্ত্রীর লাশ!

ঘটনাকে ঘিরে তীব্র চাঞ্চল্য মালদার (Maldah) চাঁচলে।

স্বামীর বিবাহ বহির্ভূত সম্পর্কের প্রতিবাদ, ঘর থেকে উদ্ধার স্ত্রীর লাশ!
নিজস্ব চিত্র
Follow Us:
| Updated on: Apr 12, 2021 | 11:02 AM

মালদা: স্বামীর পরকীয়া নিয়ে প্রতিবাদ করায় চরম নির্যাতন। গ্রামে বসে শালিসি সভাও। তারপরেই ঘরের মেঝেতে মিলল গৃহবধূর দেহ। ঘটনাকে ঘিরে তীব্র চাঞ্চল্য মালদার (Maldah) চাঁচলে। শ্বাসরোধ করে খুনের অভিযোগ উঠেছে। পলাতক স্বামী, শ্বশুর, শাশুড়ি। পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃতা ওই গৃহবধূর নাম মোশরেফা খাতুন(১৯)।

মেয়ের বাপের বাড়ির তরফে অভিযোগ, শ্বাসরোধ করে খুন করা হয়েছে। মোশরেফা খাতুনের স্বামী রেজ্জাক পেশায় দিনমজুর। তাদের দেড় বছরে বছরের এক পুত্র সন্তানও সন্তানও রয়েছে। বধূর বাপের বাড়ির লোকজনদের অভিযোগ, সম্প্রতি বিবাহ বহির্ভূত সম্পর্কে জড়িয়ে পড়ে রেজ্জাক। মোশরেফা তা জানতে পেরে যায়। প্রতিবাদ করায় মোশরেফা মারধর করা হয় বলে অভিযোগ। তা নিয়ে গ্রামে সালিশি সভাও বসে।

Maldah Chanchol Crime News

নিজস্ব চিত্র

আরও পড়ুন: প্রথমে গুলি, পরে চপারের কোপ, নৈহাটিতে আক্রান্ত বিজেপি কর্মী

একদিন আগেও শালিসি সভা হয়। স্বামীর বিরুদ্ধে জরিমানা করা হবে বলেও নিদান দেওয়ার হুমকি দেওয়া হয়। এরই মধ্যে সোমবার সকালে মোশরেফার দেহ উদ্ধার হয় ঘর থেকে। ঘটনার তদন্তে চাঁচল থানার পুলিশ।