Panchayat Election 2023 Result: মন্ত্রী সাবিনা ইয়াসমিনের বুথেই জয়জয়কার আইএসএফ-কংগ্রেসের

Panchayat Election 2023 Result: জয়ী কংগ্রেস প্রার্থী বলেন, "শাসকদল দুর্নীতিতে তলিয়ে গিয়েছে। তারই প্রতিবাদ জানিয়েছেন মানুষ। আমাদের পাশে এসে দাঁড়িয়েছেন। অন্যায়, দুর্নীতির বিরুদ্ধে ভোট দিয়েছেন মানুষ।"

Panchayat Election 2023 Result: মন্ত্রী সাবিনা ইয়াসমিনের বুথেই জয়জয়কার আইএসএফ-কংগ্রেসের
সাবিনা ইয়াসমিনImage Credit source: TV9 Bangla
Follow Us:
| Edited By: | Updated on: Jul 11, 2023 | 6:56 PM

মালদহ: মন্ত্রীর এলাকাতেও হার তৃণমূলের। সেচ প্রতিমন্ত্রী সাবিনা ইয়াসমিনের জেলাতেই হারল তৃণমূল প্রার্থী। বারবার মালদহ জেলায় তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের অভিযোগ উঠেছে। এমনকী শীর্ষনেতৃত্ব জেলায় গিয়েও বারবার সে বার্তাই দিয়েছে। পঞ্চায়েত ভোটে কি সেই দ্বন্দ্বই কাঁটা হল, উঠছে প্রশ্ন। একদিকে মন্ত্রী সাবিনা ইয়াসমিনের বুথে যেমন কংগ্রেস প্রার্থী জিতেছে, একইভাবে এলাকায় জয় এসেছে এক আইএসএফ প্রার্থীরও। কালিয়াচক ২৮ নম্বর বুথে কংগ্রেসের প্রার্থী জেতেন। এই বুথেরই ভোটার সাবিনা ইয়াসমিন। অন্যদিকে সাবিনার বিধানসভা কেন্দ্রে জয়ী আইএসএফ প্রার্থী। বিপুল উচ্ছাসে আইএসরফ।

জয়ী কংগ্রেস প্রার্থী বলেন, “শাসকদল দুর্নীতিতে তলিয়ে গিয়েছে। তারই প্রতিবাদ জানিয়েছেন মানুষ। আমাদের পাশে এসে দাঁড়িয়েছেন। অন্যায়, দুর্নীতির বিরুদ্ধে ভোট দিয়েছেন মানুষ।” অন্যদিকে এই জয় নিয়ে আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকি বলেন, “আইএসএফকে যারা শুধুমাত্র ভাঙড়ের মধ্যে সীমাবদ্ধ করে রাখতে চায় বা ভাঙড়ের দল বলে তাদের জন্য এই পঞ্চায়েত নির্বাচনে যোগ্য জবাব দিয়েছেন রাজ্যের আইএসএফ কর্মী সমর্থকরা।”

নওশাদ অভিযোগ তোলেন, গণনার দিনও সারা রাজ্যে বিভিন্ন স্ট্রংরুমের ভিতরে এবং বাইরে তৃণমূলের লোকজনের দ্বারা বিরোধীরা আক্রান্ত হয়েছে। নওশাদ বলেন, “তা উপেক্ষা করেও মালদহ জেলায় মন্ত্রীর গড়ে আমরা যে প্রতিদ্বন্দ্বিতা করেছিলাম তার মধ্যে ৫টা গ্রামসভায় জিতেছি। মানুষকে ধন্যবাদ জানাই। এখানে পরশু তো অভিযোগও ওঠে মন্ত্রী স্ট্রংরুমের সামনে এসেছিলেন। ব্যালট বদলের চেষ্টার কথাও শুনেছি। গ্রামের মানুষ সবটা রুখে দিয়েছেন।”

পঞ্চায়েত ভোটের সমস্ত খবরের LIVE UPDATE পেতে ক্লিক করুন এই লিঙ্কে