Ram Mandir Opening: করসেবক হয়ে জেল খেটেছিলেন, আজ আবেগে চোখে জল মালদহের অজিতের

Ram Mandir Opening: অজিত প্রমাণিক একসময়ে করসেবা করতে গিয়ে একটি ৪০ সদস্যের দলের নেতৃত্ব দিয়েছিলেন। প্রায় ১০ দিন জেলও খেটেছিলেন তিনি। রামলালার প্রাণ প্রতিষ্ঠার দিনে আবেগপ্রবণ হয়ে পড়েন তিনি। যাঁরা সেই লড়াইতে সঙ্গী ছিলেন, অথচ এই মুহূর্তে থাকতে পারলেন না, তাঁদের কথা স্মরণ করেছেন তিনি।

Ram Mandir Opening: করসেবক হয়ে জেল খেটেছিলেন, আজ আবেগে চোখে জল মালদহের অজিতের
মালদহের অজিতImage Credit source: TV9 Bangla
Follow Us:
| Edited By: | Updated on: Jan 22, 2024 | 5:13 PM

অযোধ্য়া: সোমবার প্রাণ প্রতিষ্ঠা হল রামলালার মূর্তি। এই মুহূর্তের জন্য অনেকেই অপেক্ষা করেছিলেন দীর্ঘদিন। এদিন সকাল থেকে তাই দেশের বিভিন্ন প্রান্তে ছিল উৎসবের আবহ। সেই আবহে আবেগপ্রবণ হয়ে পড়লেন মালদহের কলিগ্রামের অজিত প্রমাণিক। প্রথম দিন থেকেই রাম মন্দির আন্দোলনের সঙ্গে যুক্ত ছিলেন তিনি। করসেবার জন্য একসময় উত্তরপ্রদেশে গিয়ে জেলও খেটেছেন তিনি। সোমবার রামলালার প্রাণ প্রতিষ্ঠার দিন উপোস করে তিনি পুজো দিলেন। রীতিমতো উপবাস করে, সব আচার মেনে রামপুজো করেছেন তিনি।

অজিত প্রমাণিক একসময়ে করসেবা করতে গিয়ে একটি ৪০ সদস্যের দলের নেতৃত্ব দিয়েছিলেন। প্রায় ১০ দিন জেলও খেটেছিলেন তিনি। রামলালার প্রাণ প্রতিষ্ঠার দিনে আবেগপ্রবণ হয়ে পড়েন তিনি। যাঁরা সেই লড়াইতে সঙ্গী ছিলেন, অথচ এই মুহূর্তে থাকতে পারলেন না, তাঁদের কথা স্মরণ করেছেন তিনি। কলিগ্রাম থেকে সেই সময় করসেবক হিসেবে গিয়েছিলেন তিনজন অজিত প্রামাণিক, সাগর রায় এবং নারায়ণ গোস্বামী। উত্তর প্রদেশের ভাটনি স্টেশন থেকে গ্রেফতার করা হয়েছিল তাঁকে। দেউড়িয়া সেন্ট্রাল জেলে ছিলেন।

অজিত বাবু বলেন, “আজকের দিনের জন্যই এত লড়াই এত আন্দোলন। আমি যে সময় গিয়েছিলাম, আমার বয়স ছিল ২৬ বছর। বন্ড সাইন করে যেতে হয়েছিল। আজ সত্যিই আমার চোখে জল আসছে। করসেবকদের তো এই দিনের জন্যই অপেক্ষা ছিল। আমাদের অনেক কর সেবক সঙ্গী দেখে যেতে পারলেন না। আমরা সৌভাগ্যবান।”