Ram Mandir: গেরুয়া পোশাক পরে, শ্রীরাম ধ্বনি দিয়ে BJP-র সঙ্গে হাঁটলেন TMC কর্মীরা

BJP-TMC: মালদহর হরিশ্চন্দ্রপুরে এই দৃশ্য দেখে অবাক বহু মানুষ। তবে হরিশ্চন্দ্রপুর পঞ্চায়েত সমিতির সভাপতি,সদস্য,পঞ্চায়েতের সদস্য সহ তৃণমূল নেতারা স্বেচ্ছায় উৎসাহের সঙ্গে পা মেলালেন রামের শোভাযাত্রায়।

Ram Mandir: গেরুয়া পোশাক পরে, শ্রীরাম ধ্বনি দিয়ে BJP-র সঙ্গে হাঁটলেন TMC কর্মীরা
বিজেপির মিছিলে তৃণমূলImage Credit source: Tv9 Bangla
Follow Us:
| Edited By: | Updated on: Jan 22, 2024 | 4:50 PM

মালদহ: পরনে গৈরিক পোশাক, ওড়াচ্ছেন গৈরিক পতাকা, মুখে ‘জয় শ্রী রাম’ ধ্বনি। নাহ এরা সবাই কিন্তু বিজেপি নয়। এদের সঙ্গে রয়েছে তৃণমূলও। একদিকে যখন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ‘সংহতি মিছিলে’ হাঁটছেন। ঠিক সেই সময় মালদহে শয়ে শয়ে বিজেপি কর্মীদের সঙ্গে হাঁটলেন তৃণমূল কর্মীরাও।

মালদহর হরিশ্চন্দ্রপুরে এই দৃশ্য দেখে অবাক বহু মানুষ। তবে হরিশ্চন্দ্রপুর পঞ্চায়েত সমিতির সভাপতি,সদস্য,পঞ্চায়েতের সদস্য সহ তৃণমূল নেতারা স্বেচ্ছায় উৎসাহের সঙ্গে পা মেলালেন রামের শোভাযাত্রায়। হরিশ্চন্দ্রপুর কিরনবালা বালিকা বিদ্যালয়ের পাশে শ্রীরামের মূর্তি পুজো দিয়ে শুরু হয় শোভাযাত্রা। হরিশ্চন্দ্রপুর পরিক্রমা করে সেই শোভাযাত্রা শেষ হয় গড়গড়ি পর্যন্ত। দুই জায়গাতেই ধুমধাম করে শ্রীরামের পুজো ও অনুষ্ঠানের আয়োজন করা হয়। সব ক্ষেত্রেই সক্রিয় ভাবে অংশ গ্রহণ করতে দেখা যায় তৃণমূল নেতা কর্মীদের।

অযোধ্যায় রামলালার বিরাজ করলেন। প্রাণপ্রতিষ্ঠা হল তার। আর তা নিয়ে মানুষের যে আবেগ তাকে অস্বীকার করা যায় না তা মেনে নিচ্ছেন তৃণমূল নেতা কর্মীরাও। কেউ বললেন, “আমরা হিন্দু। এখানে কোনও রাজনৈতিক ব্যাপার নেই। আমরা সকলে রাম ভক্ত। শ্রীরামকে সকলে ভালবাসি। রাজনীতির সঙ্গে আমাদের কোনও যোগ নেই। আর শ্রীরাম সকলের। উনি কোনও দলের নয়। আমরা আমাদের কাজ করব।”