Recruitment Scam: ‘বল কবে টাকা ফেরত দিবি?’, প্রাক্তন চেয়ারম্যানের কলার ধরলেন প্রতারিত চাকরিপ্রার্থী

Recruitment Scam: প্রাথমিক শিক্ষকের চাকরি পাইয়ে দেওয়ার নামে প্রতারণা করেছেন প্রাথমিক শিক্ষা সংসদের প্রাক্তন চেয়ারম্যান স্বপন মিশ্র।  লক্ষ-লক্ষ টাকা তোলার অভিযোগ উঠেছে তাঁর বিরুদ্ধে। শুধু তাই নয়, স্বপন মিশ্রকে মারধর করার পাশাপাশি হুমকি। 

Follow Us:
| Edited By: | Updated on: Sep 28, 2023 | 1:33 PM

মালদহ: চেয়ারে বসে রয়েছেন প্রাথমিক শিক্ষা সংসদের প্রাক্তন চেয়ারম্যান স্বপন মিশ্র। তাঁর কলার ধরে প্রশ্ন করছেন ‘প্রতারিত’ চাকরি প্রার্থী। শুধু তাই নয়, ওই ব্যক্তিকে ‘তুই-তুকারি’ করতেও শোনা গেল। একটাই প্রশ্ন, ‘বল কবে টাকা ফেরত দিবি?’ আর এই ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতেই শোরগোল। ভিডিয়োটির সত্যতা যাচাই করেনি TV9 বাংলা। অভিযোগপ্রাথমিক শিক্ষকের চাকরি পাইয়ে দেওয়ার নামে প্রতারণা করেছেন প্রাথমিক শিক্ষা সংসদের প্রাক্তন চেয়ারম্যান স্বপন মিশ্র।  লক্ষ-লক্ষ টাকা তোলার অভিযোগ উঠেছে তাঁর বিরুদ্ধে। শুধু তাই নয়, স্বপন মিশ্রকে মারধর করার পাশাপাশি দেওয়া হল হুমকি।

সংশ্লিষ্ট ভিডিয়োয় দেখা যাচ্ছে স্বপনবাবুর কলার ধরে এক ব্যক্তি প্রশ্ন করছেন, “টাকা কবে দিবি?” উত্তরে প্রাক্তন চেয়ারম্যান বলেছেন, “টাইম দিতে হবে।” পাল্টা প্রশ্ন, “কতদিন সময় লাগবে?” সেই প্রশ্নের যদিও উত্তর নেই। শুধু এক কথাই প্রাথমিক শিক্ষা সংসদের প্রাক্তন চেয়ারম্যান আওড়ে চলেছেন, “টাইম দিলে হয়ে যাবে।”

২০১৪ সালে স্বপন মিশ্র প্রাথমিক শিক্ষা সংসদের চেয়ারম্যান ছিলেন। সেই সময় তাঁর বিরুদ্ধে চাকরি দেওয়ার নামে টাকা তোলার অভিযোগ উঠেছিল। একজন বা দু’জন নয়, তাঁর বিরুদ্ধে এই রকম অসংখ্য ব্যক্তির অভিযোগ রয়েছে বলে জানা গিয়েছে। তাঁদের মধ্যে আবার কেউ কেউ পুলিশের দ্বারস্থ হয়েছিলেন বলে খবর। অভিযোগ, অনেক চাকরি প্রাপকই নিজেদের জমি-বাড়ি বিক্রি করে সেই টাকা দিয়ে চাকরি পেতে চেয়েছিলেন। এ দিকে, টাকা নেওয়ার পর অভিযুক্ত উধাও হয়ে যান।

প্রসঙ্গত, স্বপন মিশ্র শুধু প্রাথমিক শিক্ষা সংসদের চেয়ারম্যান ছিলেন তা নয়, মালদহ জেলা পরিষদের তিনি তৃণমূল সদস্যও ছিলেন। ঘটনার বিষয়ে মালদহ জেলা তৃণমূল সভাপতি আবদুল রহিম বক্সি বলেন, “এ রাজ্যে আইনের শাসন রয়েছে। কেউ আইনেক উর্ধে নয়। কেউ যদি সত্যি অভিযুক্ত থাকেন আইন দেখবে। আইন কেউ নিজে হাতে তুলে নিতে পারেন না। যারা এই অভিযোগ তুলছেন তাদের প্রশাসনের দ্বারস্থ হওয়া উচিৎ।”