Madan Mitra: অভিষেকের কাছে দেশের ২৫ সাংসদের তালিকা, দরজা খুললে বিজেপি চিচিং ফাঁক : মদন
Madan Mitra: কয়েকদিন আগেই দক্ষিণ কলকাতার একাধিক প্রান্তে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ছবি দেওয়া একাধিক পোপ্টার দেখতে পাওয়া যায়। যাতে লেখা ছিল ‘আগামী ৬ মাসের মধ্যে সামনে আসবে নতুন তৃণমূল। এদিন এ প্রসঙ্গেও কথা বলেন মদন।
মালদহ: “নাড্ডা, অমিত শাহ, নরেন্দ্র মোদী ছাড়া অনেকেই তৃণমূলে আসতে চেয়েছেন। অভিষেকের কাছেই ২৫ জন এমপির লিস্ট জমা পড়েছে।” বুধবার মালদহে এসে এ মন্তব্য করতে দেখা গেল তৃণমূল বিধায়ক (Trinamool MLA) মদন মিত্রকে (Madan Mitra)। যা নিয়েই জোরদার চর্চা শুরু হয়েছে রাজনৈতিক মহলে। একইসঙ্গে নব্য-আদি তৃণমূল নিয়েও এদিন মুখ খুলতে দেখা যায় মদনকে। এদিন দুপুরে মালদহের (Malda) সার্কিট হাউসে সাংবাদিকদের মুখোমুখি হন মদন। সেখান থেকেই রাজ্য-রাজনীতির নানা বিষয় নিয়ে বক্তব্য রাখেন মদন। একইসঙ্গে বিজেপির বিরুদ্ধে চাঁচাছোলা আক্রমণ শানাতে দেখা যায় তাঁকে।
পার্থ-অনুব্রতর গ্রেফতারির পর তৃণমূলের স্বচ্ছতা নিয়ে প্রশ্ন উঠছে রাজনৈতিক মহলে। অস্বস্তি বেড়েছে শাসকদলের। কিন্তু দলের এই সঙ্কটকালেও মদনের দাবি বহু সাংসদ-বিধায়কই তৃণমূলে আসার জন্য মুখিয়ে রয়েছেন। এদিন মদন বলেন, “নাড্ডা, অমিত শাহ, নরেন্দ্র মোদী ছাড়া অনেকেই আসতে চেয়েছেন। অভিষেকের কাছেই গোটা দেশ থেকে ২৫ জন এমপির লিস্ট জমা পড়েছে। দরজা খুলে দিলে এখন বিজেপি ফাঁক হয়ে যাবে। চিকিং ফাঁক। অগুণতি এমএলএ লাইন দিয়ে আছেন। এত এমএলএ পেলে আমরা কী করব বলুন তো? আমাদের পুরনো এমএলএ-রা কোথায় যাবে তাহলে?”
প্রসঙ্গত, কয়েকদিন আগেই দক্ষিণ কলকাতার একাধিক প্রান্তে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ছবি দেওয়া একাধিক পোপ্টার দেখতে পাওয়া যায়। যাতে লেখা ছিল ‘আগামী ৬ মাসের মধ্যে সামনে আসবে নতুন তৃণমূল। ঠিক যেমন সাধারণ মানুষ চায়’, ‘চলুন লড়াইয়ের জন্য প্রস্তুত হন। এই লড়াই আমাদের ২৪ এর লড়াই’ এর মতো একাধিক লাইন। যা নিয়েও বিস্তর জল্পনা শুরু হয় রাজনৈতিক মহলে। অন্যদিকে এরপরেই আবার পূর্ব কলকাতার একাধিক জায়গায় দেখা যায় মমতা-অভিষেকের ছবি দেওয়া পোস্টার। যাতে লেখা ‘পুরাতনই ভিত্তি, নতুনই ভবিষ্যৎ’। যা নিয়েও শুরু হয় জোরদার চর্চা। দলের মধ্যে কী কোনও নতুন সমস্যা নাকি ভাবমূর্তি উজ্জ্বল করতে কোনও নতুন প্রয়াস? এই প্রশ্নও উঠতে থাকে রাজনৈতিক মহলে।
এ প্রসঙ্গে এদিন মদন বলেন, “আমি একটা পোস্টার ফেলব। নব্য নয়, আদি নয়, সভ্য তৃণমূল। যাঁরা সভ্য তৃণমূল তাঁরা সবাই একসঙ্গে আছি। পুরনো তৃণমূল সবাই একসঙ্গে আছি। নতুন যাঁরা এসেছেন তাঁদেরেও আমরা সম্মান দিই। আমরা একইসঙ্গে তাঁদের সঙ্গে সংসার করছি। নতুন পুরনো কোনও সংঘাত নেই।”