‘রিপোর্টে যা দেখানো হচ্ছে, তার ৮ গুণ বেশি আক্রান্ত’, করোনায় চাঞ্চল্যকর তথ্য
মালদায় (Malda) ভয়াবহ পরিস্থিতি করোনার (Corona)। বেসরকারি সূত্রে, গত চার দিনে ১০ জনের মৃত্যুর খবর মিলেছে।
মালদা: মালদায় (Malda) ভয়াবহ পরিস্থিতি করোনার (Corona)। বেসরকারি সূত্রে, গত চার দিনে ১০ জনের মৃত্যুর খবর মিলেছে। পাশাপাশি আক্রান্তের সংখ্যা প্রায় তিন হাজার বলে দাবি চিকিৎসকদেরই একটি বড় অংশের। তাঁদের আরও অভিযোগ, সরকারি রিপোর্ট লুকানো হচ্ছে। করোনা প্রতিরোধ নামে যা করা হচ্ছে তা এককথায় ফৌজদারি অপরাধ।
চিকিৎসক সন্তোষ দে-র দাবি, করোনা আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা গোপন করা হচ্ছে। রিপোর্টে যা দেখানো হচ্ছে তার ৮ গুণ আক্রান্ত মালদায়। চিকিৎসকদের আরও অভিযোগ, সরকারি হাসপাতালে ভর্তি নেওয়া হচ্ছে না। প্রয়োজনমতো পরীক্ষাও হচ্ছে না। বাধ্য হয়েই মানুষ বেসরকারি হাসপাতাল, নার্সিংহোমে ভর্তি হচ্ছেন। এ বিষয়ে উদ্বেগ জানিয়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থার (হু) নজরও কেড়েছেন তাঁরা।
ভোট আবহে করোনা বিধি শিঁকেয় উঠেছে। প্রতিদিন কোনও না কোনও রাজনৈতিক দলের সমাবেশ, মিছিল রয়েছে। হাজার হাজার মানুষ ওই সব রাজনৈতিক সমাবেশে অংশগ্রহণ করছেন মাস্কা পরা, দূরত্ব বিধি বজায়ের মতো ন্যূনতম নিয়ম না মেনে। এর ফলেই করোনা সংক্রমণের বৃদ্ধি লাফিয়ে লাফিয়ে ঘটছে। ইতিমধ্যেই ১১ রাজ্য উদ্বেগজনক বলে জানিয়েছে। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক। কিন্তু তথ্য গোপনের অভিযোগ প্রকাশ্যে আসায় চিন্তার ভাঁজ আরও বাড়ছে বলে মত ওয়াকিবহালের।
আরও পড়ুন: ‘কারোর ভাতিজা বিজেপির মুখ্যমন্ত্রী হবেন না’, TV9 বাংলা-কে বললেন শাহ
সরকারি আধিকারিকদের নজরই নেই। উলটে রিপোর্ট ধামাচাপা দেওয়া হচ্ছে। মৃত্যুর কথা বলাই হচ্ছে না। মালদা জেলায় গত ২৪ ঘণ্টায় করোনার আক্রান্তের সংখ্যা ২৭৭ বলে ভ্রান্তি ছড়িয়েছিল। সে বিষয়ে জেলা স্বাস্থ্য আধিকারিক অজয় চক্রবর্তী জানিয়েছেন, যে তথ্য নিয়ে ভ্রান্তি ছড়িয়েছিল তা মালদার একটি সামগ্রিক করোনা চিত্রের তথ্য। পয়লা এপ্রিল পর্যন্ত মালদায় করোনা আক্রান্ত হয়েছেন ৪১১ জন। ২ এপ্রিল ২৭ জন করোনা আক্রান্ত হওয়ার পর সে জেলায় মোট করোনা আক্রান্তের সংখ্যা হয়েছে ৪৩৮।