West Bengal Panchayat Elections 2023: মধ্যরাতে বোমাবাজি, আগুন, চলল বেপরোয়া লুঠপাট, ইদের আগের রাতে দু’গোষ্ঠী সংঘর্ষে তপ্ত মালদহ

West Bengal Panchayat Elections 2023: ইদ উপলক্ষে আগের রাত থেকেই গ্রামে ফুরফুরে পরিবেশ ছিল। অনেকের বাড়িতেই আত্মীয়রা এসেছিলেন। অভিযোগ, হঠাৎই মধ্যরাতে গ্রামে শুরু হয় বোমাবাজি। এক পক্ষ অস্ত্র নিয়ে বাড়িতে চড়াও হয় বলে অভিযোগ। অপরপক্ষ প্রতিরোধ গড়ে তুলতেই শুরু হয় সংঘর্ষ।

West Bengal Panchayat Elections 2023: মধ্যরাতে বোমাবাজি, আগুন, চলল বেপরোয়া লুঠপাট, ইদের আগের রাতে দু'গোষ্ঠী সংঘর্ষে তপ্ত মালদহ
মালদায় বোমাবাজিImage Credit source: TV9 Bangla
Follow Us:
| Edited By: | Updated on: Jun 29, 2023 | 4:54 PM

মালদহ: ইদের আগের রাতেই তৃণমূলের দুই গোষ্ঠীর সংঘর্ষে উত্তপ্ত মালদহ। রাতভর চলল ব্যাপক বোমাবাজি। পুড়িয়ে দেওয়া হয় দুটি বাড়ি, দোকান। আরও বেশ কয়েকটি বাড়িতে ভাঙচুর চালানো হয়। চলে অবাধে লুঠপাটও। আতঙ্কিত হয়ে পড়েছেন এলাকাবাসী। মূলত টিকিট না পাওয়া বিক্ষুব্ধ তৃণমূলের সঙ্গে টিকিট পাওয়া গোষ্ঠীর বিবাদ, আর তা নিয়েই সংঘর্ষ। বুধবার রাতে ঘটনাকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে মালদহের ইংরেজবাজার ব্লকের নঘড়িয়া গ্রামে। ঘটনাস্থলে পুলিশ। বেশ কয়েকজন এই ঘটনায় আহত হয়েছেন।

জানা গিয়েছে, ন’ঘড়িয়া গ্রামে বেশ কয়েকজন তৃণমূল নেতা টিকিট না পেয়ে নির্দল হিসাবে এবারের পঞ্চায়েত নির্বাচনে লড়ছেন। মূলত আম চিহ্নে গ্রামে নির্দল প্রার্থী হিসাবে দাঁড়িয়েছেন তাঁরা। যাঁরা টিকিট পেয়েছেন, তাদের সঙ্গে বিবাদ চলছিল। গ্রামে তা নিয়ে চাপা উত্তেজনা ছিল। এর আগেও মিছিল কিংবা দলীয় কোনও কর্মসূচিতে দুপক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে।

ইদ উপলক্ষে আগের রাত থেকেই গ্রামে ফুরফুরে পরিবেশ ছিল। অনেকের বাড়িতেই আত্মীয়রা এসেছিলেন। অভিযোগ, হঠাৎই মধ্যরাতে গ্রামে শুরু হয় বোমাবাজি। এক পক্ষ অস্ত্র নিয়ে বাড়িতে চড়াও হয় বলে অভিযোগ। অপরপক্ষ প্রতিরোধ গড়ে তুলতেই শুরু হয় সংঘর্ষ। গ্রামে ব্যাপক বোমাবাজি হয়। পেট্রোল ঢেলে জ্বালিয়ে দেওয়া হয় দুটি বাড়ি, দোকান। ব্যাপক ভাঙচুর হয় আরও ৫ টি বাড়িতে। অবাধে চলে লুঠপাট। টাকা, গয়না, গবাদি পশু, বাইকও লুঠ চলে বলে অভিযোগ। তীব্র উত্তেজনা মালদহের ইংরেজবাজার ব্লকের ন’ঘড়িয়া গ্রামে।

খবর পেয়ে রাতেই ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। অভিযুক্তদের খোঁজে এলাকায় তল্লাশি চলছে। আক্রান্ত এক পরিবারের সদস্য বলেন, “আমাদের বাড়ির গেট ভেঙেছে। বাড়ির ছাদে উঠে বোমাবাজি করছিল। দোকানের টাকা, বাইক নিয়ে চলে গিয়েছে।”