Antiquities: অ্যান্টিক সামগ্রী বিক্রির নামে সরকারি জাল নথি বানিয়ে প্রতারণা, গ্রেফতার ব্যক্তি

Antiquities: সম্প্রতি অ্যান্টিক বস্তু বিক্রি করার জন্য শাফিক নারায়ণপুর এলাকার এক বাসিন্দাকে সরকারি জাল নথি দেখায় এবং তাঁর কাছ থেকে মোটা অঙ্কের টাকা হাতিয়ে নেয় বলে অভিযোগ। টাকা নিলেও ওই ব্যক্তিকে অ্যান্টিক বস্তু দেওয়া হয়নি।

Antiquities: অ্যান্টিক সামগ্রী বিক্রির নামে সরকারি জাল নথি বানিয়ে প্রতারণা, গ্রেফতার ব্যক্তি
অ্যান্টিক বস্তু বিক্রির নামে প্রতারণা করে ধৃত।
Follow Us:
| Edited By: | Updated on: Jul 23, 2023 | 7:50 PM

নারায়ণপুর: অ্যান্টিক সামগ্রীর (Antiquities) সরকারি জাল নথি বানিয়ে সেটা লোককে দেখিয়ে প্রতারণা করার ব্যবসা ফেঁদেছিল। সরকারি জাল নথি দেখিয়ে অ্যান্টিক বস্তু বিক্রির নামে লোকেদের কাছ থেকে মোটা অঙ্কের টাকা তুলত। বদলে কিছুই দিত না। এভাবে ব্যবসা শুরু করলেও বেশিদিন টিকল না। সরকারি জাল নথি তৈরি এবং অ্যান্টিক বস্তু বিক্রির নামে প্রতারণা করার অভিযোগে গ্রেফতার হল এক ব্যক্তি। দেগঙ্গা (Deganga) থেকে ওই ব্যক্তিকে গ্রেফতার করেছে নারায়ণপুর থানার পুলিশ।

পুলিশ জানায়, ধৃতের নাম শাফিক আহমেদ। দেগঙ্গার বাসিন্দা শাফিক অ্যান্টিক বস্তু বিক্রির নামে সরকারি জাল নথি দেখিয়ে প্রতারণা করে বলে অভিযোগ। প্রতারিত এক ব্যক্তির অভিযোগের ভিত্তিতে শনিবার রাতে তাকে গ্রেফতার করেছে নারায়ণপুর থানার পুলিশ। ধৃতের কাছ থেকে প্রচুর সরকারি জাল নথি ও অ্যান্টিক বস্তু উদ্ধার হয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, অ্যান্টিক বস্তু তাঁর কাছে রয়েছে বলে দাবি জানাত শাফিক আহমেদ। সেই অ্যান্টিক বস্তুর সরকারি জাল নথিও বানিয়েছিল শাফিক। সম্প্রতি অ্যান্টিক বস্তু বিক্রি করার জন্য শাফিক নারায়ণপুর এলাকার এক বাসিন্দাকে সরকারি জাল নথি দেখায় এবং তাঁর কাছ থেকে মোটা অঙ্কের টাকা হাতিয়ে নেয় বলে অভিযোগ। টাকা নিলেও ওই ব্যক্তিকে অ্যান্টিক বস্তু দেওয়া হয়নি। এরপর ওই ব্যক্তি শাফিকের বিরুদ্ধে নারায়ণপুর থানায় প্রতারণার অভিযোগ দায়ের করেন। তারপর মামলার তদন্তে নামে নারায়ণপুর থানার পুলিশ এবং দেগঙ্গা থেকে অভিযুক্ত শাফিক আহমেদকে গ্রেফতার করে।

প্রসঙ্গত, এর আগেও এরকম একটি অভিযোগ দায়ের হয়েছিল নারায়ণপুর থানায়। সেই মামলায় এক দুষ্কৃতীকে গ্রেফতার করেছিল পুলিশ। তারপর তাকে জিজ্ঞাসাবাদ করার পর ‘মাস্টারমাইন্ড’ হিসাবে নাম উঠে আসে শাফিক আহমেদের। এরপর দেগঙ্গায় হানা দিয়ে শনিবার রাতে গ্রেফতার করা হয় তাকে। তার কাছ থেকে প্রচুর সরকারি জাল নথি ও অ্যান্টিক বস্তু উদ্ধার হয়েছে। শাফিক কতজনকে ঠকিয়েছে সে ব্যাপারে তদন্ত শুরু করেছে নারায়ণপুর থানার পুলিশ।