রঘুনাথগঞ্জে গঙ্গায় নেমে তলিয়ে গেল তিন শিশু
তলিয়ে যাওয়া সকল শিশুর বাড়ি শ্রীধরপুর গ্রামে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছেছে রঘুনাথগঞ্জ থানার পুলিশ।
রঘুনাথগঞ্জ: স্নান করে গিয়ে গঙ্গায় তলিয়ে গেল তিন শিশু। বুধবার দুপুরের এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জ থানার শ্রীধরপুর গ্রামে। তলিয়ে যাওয়া সকল শিশুর বাড়ি শ্রীধরপুর গ্রামে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছেছে রঘুনাথগঞ্জ থানার পুলিশ। খবর দেওয়া হয়েছে ডুবুরি দলকে। তিন শিশু গঙ্গায় তলিয়ে যাওয়ার ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
পুলিশ জানিয়েছে, তলিয়ে যাওয়া ওই শিশুদের নাম শেহনাজ খাতুন (৭), হাবিবা খাতুন (৫) এবং সামিয়ারা খাতুন (৬)।
জানা গিয়েছে, শ্রীধরপুর গ্রামের পাঁচ শিশু গঙ্গায় স্নান করতে গিয়েছিল। স্নান করতে গিয়ে পাঁচ জনই তলিয়ে যায় গঙ্গায়। এর মধ্যে কোনক্রমে দুই শিশু প্রাণে। কিন্তু ওই তিন জন তলিয়ে যায় গঙ্গায়। এখনও তাঁদের খোঁজ মেলেনি। তাঁদের খোঁজে ডুবুরি নামানো হয়েছে। ডুবুরিরা গঙ্গায় শিশুদের খোঁজ চালাচ্ছে। তিন শিশুর মধ্যে একই বাড়ির দুই জন। ঘটনার পর থেকেই মৃত শিশুদের পরিবারের লোকেরা ভিড় জমিয়েছে গঙ্গার ঘাটে। শিশুদের হারিয়ে কান্নায় ভেঙে পড়েছেন তাঁরা। এই ঘটনার শোকের ছায়া নেমে এসেছে ওই এলাকায়।