Murshidabad: দুই পরিবারে অশান্তি, লাগাতার বোমাবাজি, আটক ৩

Murshidabad: স্থানীয় সূত্রে খবর, ফরাক্কার খোদাবন্দপুরে দুই পরিবারের পুরানো বিবাদে চলছিল দীর্ঘদিন ধরেই। যার জেরে বুধবার রাত্রিবেলা দুই পক্ষ হঠাৎ করে বোমাবাজি শুরু করে।

Murshidabad: দুই পরিবারে অশান্তি, লাগাতার বোমাবাজি, আটক ৩
বোমা উদ্ধারImage Credit source: Tv9 Bangla
Follow Us:
| Edited By: | Updated on: Sep 07, 2023 | 8:30 AM

ফরাক্কা: বৃহস্পতিবার সকাল বেলাই উদ্ধার তাজা বোমা। পুরনো বিবাদকে কেন্দ্র করে খোদাবন্দপুরে বোমাবাজির ঘটনা ঘটেছে বলে অভিযোগ। এই ঘটনা আটক হয়েছে তিনজন।

স্থানীয় সূত্রে খবর, ফরাক্কার খোদাবন্দপুরে দুই পরিবারের পুরানো বিবাদে চলছিল দীর্ঘদিন ধরেই। যার জেরে বুধবার রাত্রিবেলা দুই পক্ষ হঠাৎ করে বোমাবাজি শুরু করে। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে আসেন ফরাক্কার এসডিপিও রাসপ্রীত সিং,ফরাক্কা থানার আইসি দেবব্রত চক্রবর্তী ও বিশাল পুলিশ বাহিনী।

ঘটনাস্থল থেকে দু’টি তাজা বোমা ও তিনজনকে আটক করা হয়েছে। ঘটনাস্থলে ঘিরে রেখেছে ফরাক্কা থানার বিশাল পুলিশ বাহিনী। কী কারণে এই বোমাবাজি তার তদন্ত করে দেখছে ফরাক্কা থানার পুলিশ।

বিস্তারিত আসছে…