Snatching Case: অল্প-স্বল্প নয়, নগদ ১৮ লাখ টাকা! দিনেদুপুরে খুলে আম রোমহর্ষক ছিনতাই
Murshidabad: ঘূর্ণির মোড়ে বাস থেকে নামতেই বাইকে চেপে এসে তিন দুষ্কৃতী পথ আগলে দাঁড়ায়। পিস্তল উঁচিয়ে ভয় দেখায় ওই ব্যক্তিকে। শূন্যে তিন রাউন্ড গুলিও চালায় বলে অভিযোগ বলে অভিযোগ। এরপর ওই ব্যক্তির থেকে নগদ টাকা ভর্তি ব্যাগ ছিনতাই করে নিয়ে বাইক ছুটিয়ে এলাকা থেকে চম্পট দেয় দুষ্কৃতীরা।
মুর্শিদাবাদ: দিনে দুপুরে দুঃসাহসিক ছিনতাই! অল্প-স্বল্প টাকা নয়, নগদ ১৮ লাখ টাকা ছিনতাই করে চম্পট দিল দুষ্কৃতীর দল। সোমবার দুপুরে ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের বহরমপুর থানা এলাকার ঘুর্ণির মোড় চত্বরে। ঋণের টাকা শোধ করতে এবং সেভিংস অ্য়াকাউন্টে টাকা জমা করতে আজ দুপুরে ব্যাঙ্কের দিকে যাচ্ছিলেন এক ব্যক্তি। ঘূর্ণির মোড়ে বাস থেকে নামতেই বাইকে চেপে এসে তিন দুষ্কৃতী তাঁর পথ আগলে দাঁড়ায়। পিস্তল উঁচিয়ে ভয় দেখায় ওই ব্যক্তিকে। শূন্যে তিন রাউন্ড গুলিও চালায় বলে অভিযোগ বলে অভিযোগ। এরপর ওই ব্যক্তির থেকে নগদ টাকা ভর্তি ব্যাগ ছিনতাই করে নিয়ে বাইক ছুটিয়ে এলাকা থেকে চম্পট দেয় দুষ্কৃতীরা।
জানা যাচ্ছে, পূজন সাহা ওই ব্যক্তি ইসলামপুরের গোয়াস এলাকা থেকে আসছিলেন ব্যাঙ্কে টাকা জমা করার জন্য। বাসে চেপে রওনা দিয়েছিলেন। এরপর বহরমপুরের ঘূর্ণির মোড় এলাকায় বাস থেকে নেমে পায়ে হেঁটে ব্যাঙ্কের দিকে যাচ্ছিলেন। সেই সময়েই অতর্কিতে বাইক চেপে তাঁর সামনে চলে আসে তিন দুষ্কৃতী। পথ আটকে দাঁড়ায়। রাস্তার ওই চত্বরটি তখন একটু ফাঁকাইল ছিল। আর এরপরই সুযোগ বুঝে আশপাশের লোকেরা কেউ কিছু বুঝে ওঠার আগেই টাকার ব্যাগ হাতিয়ে চম্পট দেয়। দুষ্কৃতীদের শূন্যে গুলি ছোড়ার শব্দ টের পেয়ে আশপাশের লোকেরা ছুটে আসেন। কিন্তু ততক্ষণে ১৮ লাখ টাকা নিয়ে বাইক ছুটিয়ে পালিয়ে গিয়েছিল ছিনতাইবাজদের দল।
এদিকে সোমবার দুপুরের এই দুঃসাহসিক ছিনতাইয়ের ঘটনায় এলাকায় ইতিমধ্যেই শোরগোল পড়ে গিয়েছে। ঘটনার আকস্মিকতা কাটিয়ে উঠতেই খবর দেওয়া হয় থানায়। ছিনতাইয়ের অভিযোগ পেয়ে ঘটনাস্থলে গিয়ে পৌঁছয় বহরমপুর থানার পুলিশ। আশপাশের চত্বরের সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে অভিযুক্তদের খুঁজে বের করার চেষ্টা করছেন পুলিশকর্মীরা। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।