Ganga Erosion: গঙ্গা খেয়ে নিচ্ছে গ্রাম, পালিয়ে প্রাণ বাঁচাচ্ছেন সামশেরগঞ্জের মানুষ
Murshidabad: এলাকাবাসীর দাবি, ভাঙন রুখতে স্থায়ী কোনও ব্যবস্থা গ্রহণ করা হয়নি। সরকারের পক্ষ থেকে বালির বস্তা ফেলা হয়েছে। কিন্তু তারপরও ভাঙন হয়েছে। স্থানীয় বাসিন্দারা বলছেন, এই বালির বস্তার জায়গায় যদি পাথর ফেলা হতো।
মুর্শিদাবাদ: সামশেরগঞ্জে ভয়াবহ গঙ্গা ভাঙন। আঁতঙ্কে শিটিয়ে রয়েছেন এলাকাবাসী। জলের তলায় চলে যাচ্ছে বিঘার পর বিঘা জমি। ভেঙে যাচ্ছে একের পর এক বাড়ি। প্রাণ হাতে করে গ্রাম ছাড়ছেন গ্রামের লোকজন। তবে কী করছে প্রশাসন? ভাঙন রুখতে কী উদ্যোগ নেওয়া হয়েছে?
এলাকাবাসীর দাবি, ভাঙন রুখতে স্থায়ী কোনও ব্যবস্থা গ্রহণ করা হয়নি। সরকারের পক্ষ থেকে বালির বস্তা ফেলা হয়েছে। কিন্তু তারপরও ভাঙন হয়েছে। স্থানীয় বাসিন্দারা বলছেন, এই বালির বস্তার জায়গায় যদি পাথর ফেলা হতো। তাহলে হয়ত পরিস্থিতি অন্যরকম হতে পারত। তাঁদের আরও অভিযোগ, বারংবার তাঁরা প্রশাসনের দ্বারস্থ হয়েছেন। তবে সুরাহা হয়নি।
বৃদ্ধ এক ব্যক্তি বলেন, “কোনও সমস্যার সমাধান হয়নি। প্রশাসনের পক্ষ থেকেও কোনও উদ্যোগ নেওয়া হয়নি। আমাদের রাতের ঘুম উড়ে গিয়েছে। সরকার কোনও ব্যবস্থা নেয়নি।” আরও এক বাসিন্দা বলেন, “এখানে বালির বস্তা দিচ্ছে। আমাদের তো মনে হচ্ছে এতে আরও সমস্যা বাড়ছে। কটা পাথর অন্তত যদি ফেলে দিত এত অসুবিধায় পড়তে হত না। আমাদের মা-বোনরা সবাই বারান্দায় ঘুমচ্ছে। খেয়াল রাখছে এই বুঝি হয়ত বাড়ি ভেঙে পড়ে গেল নদীর জলে।”