Berhampore: হোস্টেলের ঘরে নার্সের অস্বাভাবিক মৃত্যু! কী চলছে বহরমপুরের নার্সিংহোমে

Murshidabad: পরিবারের দাবি, তাঁদের জানানো হয়েছিল বিষ খেয়ে আত্মহত্যা করেছেন ওই মহিলা। কিন্তু অভিযোগ, এরপর তাঁরা যখন হোস্টেলে গিয়ে পৌঁছান, তখন দেখেন মৃতার ফোন উধাও। পাশাপাশি গায়ে কিছু সোনার গহনা ছিল, সেগুলিও উধাও হয়ে গিয়েছে বলে দাবি পরিবারের।

Berhampore: হোস্টেলের ঘরে নার্সের অস্বাভাবিক মৃত্যু! কী চলছে বহরমপুরের নার্সিংহোমে
প্রতীকী ছবিImage Credit source: TV9 Bangla
Follow Us:
| Edited By: | Updated on: Jun 02, 2024 | 6:39 PM

বহরমপুর: নার্সিংহোমের হোস্টেলে এক নার্সের অস্বাভাবিক মৃত্যুর অভিযোগ। ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের বহরমপুরে। সেখানে এক নার্সিংহোমের হোস্টেলে গতরাতে মৃত্যু হয় ঝুমা সিংহ নামে এক নার্সের। নার্সিংহোমের তরফে খবর দেওয়া হয় ওই নার্সের বাড়িতে। পরিবারের দাবি, তাঁদের জানানো হয়েছিল বিষ খেয়ে আত্মহত্যা করেছেন ওই মহিলা। কিন্তু অভিযোগ, এরপর তাঁরা যখন হোস্টেলে গিয়ে পৌঁছান, তখন দেখেন মৃতার ফোন উধাও। পাশাপাশি গায়ে কিছু সোনার গহনা ছিল, সেগুলিও উধাও হয়ে গিয়েছে বলে দাবি পরিবারের।

এদিকে গতরাতে দেহ উদ্ধারের ঘটনার পর খবর দেওয়া হয় বহরমপুর থানায়। পুলিশ গিয়ে দেহটি উদ্ধার করে। যদিও কী কারণে মৃত্যু, সেই বিষয়টি এখনও স্পষ্ট নয়। পুলিশ দেহটি উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করে। রবিবার মৃতার দেহের ময়নাতদন্ত হয়। ময়নাতদন্তের রিপোর্ট এলেই বোঝা যাবে মৃত্যুর প্রকৃত কারণ। যদিও ওই নার্সের দাদার দাবি, ওই নার্সিংহোম কর্তৃপক্ষ থেকে তাঁদের জানানো হয়েছে যে বিষ খেয়ে মৃত্যু হয়েছে ঝুমার। কিন্তু সোনার গয়না ও অন্যান্য সামগ্রী কেন উধাও, সেই নিয়ে প্রশ্ন পরিবারের লোকেদের।

কিন্তু ঝুমা যে বিষ খেয়ে আত্মঘাতী হতে পারেন, সে কথা কিছুতেই মানতে নারাজ পরিবারের লোকজন। তাঁদের সন্দেহ, ওই নার্সকে মেরে ফেলা হয়ে থাকতে পারে। যদিও গোটা ঘটনা খতিয়ে দেখতে শুরু করেছে পুলিশ। তদন্তে নেমে সম্ভব্য সব দিকগুলি নজরে রাখছে বহরমপুর থানা। এদিকে নার্সিংহোম কর্তৃপক্ষের দাবি, দেহের ময়নাতদন্ত হচ্ছে। গোটা বিষয়টিই প্রকাশ্যে আসবে। পুলিশকে সবরকমভাবে সহযোগিতা করা হচ্ছে বলেও দাবি নার্সিংহোম কর্তৃপক্ষের।