Bomb Recovered: রাস্তার পাশে পড়ে বালতি বালতি বোমা, চমকে যাচ্ছেন এলাকার বাসিন্দারাও
Bomb Recovered: বিকেলে রাস্তার পাশে চাষের জমির কাছে তিনটি বালতি ভর্তি তাজা বোমা দেখতে পান স্থানীয় বাসিন্দারা।
মুর্শিদাবাদ: কখনও বীরভূম, কখনও উত্তর ২৪ পরগনা, পরপর রাজ্যের একাধিক জায়গা থেকে উদ্ধার হচ্ছে বোমা। এবার একইভাবে বোমা উদ্ধার হল মুর্শিদাবাদ জেলা থেকে। বুধবার মুর্শিদাবাদের সুতি থানার হাড়ুয়া রাব্বুল মোড় এলাকা থেকে ফের তিনটি বালতি ভর্তি বোমা উদ্ধার হয়। এদিন বিকেলে রাস্তার পাশে চাষের জমির কাছে তিনটি বালতি ভর্তি তাজা বোমা দেখতে পান স্থানীয় বাসিন্দারা। ঘটনার পর পুলিশকে খবর দেওয়া হলে সুতি থানার পুলিশ এসে পৌঁছয়। বম্ব স্কোয়াড এলাকা ঘিরে রাখে। কোন উদ্দেশে, কে বা কারা এই বোমা গুলি রেখে গিয়েছে, তা জানতে তদন্ত শুরু করেছে পুলিশ।
একটি বাড়ির বাথরুমের ছাদেই বোমা রাখা ছিল বলে অভিযোগ। বাড়ির বাসিন্দারা দাবি করেছেন, ছাদে কারা বোমা রেখে গিয়েছিল, তা তাঁরা জানেন না। স্থানীয় বাসিন্দারাও এই ঘটনায় হতবাক। পঞ্চায়েত নির্বাচনের আগে এইভাবে বিভিন্ন এলাকা থেকে বোমা উদ্ধার হওয়ায় শাসক দলের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন বিরোধীরা।
বোমাকে (Bomb) বল ভেবে খেলতে গিয়ে চলে গেল ফুটফুটে প্রাণ। ব্যাপক উত্তেজনা মিনাখাঁয়। যে ব্যক্তির বাড়িতে এই ঘটনা ঘটেছে তিনি এলাকায় তৃণমূল কর্মী (Trinamool Workers) বলেই পরিচিত। ঘটনাস্থল
কয়েকদিন আগেই বসিরহাটের মিনাখাঁয় বোমায় মৃত্যু হয় এক শিশুর। সে তৃণমূল কর্মী আবুল হোসেন গায়েনের ভাগ্নি বলে জানা গিয়েছে। বল ভেবে বোমা কুড়োতে গিয়ে ঘটে যায় বিপত্তি। হাত দিতেই বিকট শব্দ করে ফেটে যায় সেই বোমা। ঘটনাস্থলেই মৃত্যু হয় ওই শিশুকন্যার।
এছাড়া বল ভেবে বোমা নিয়ে খেলতে গিয়ে জখম হয়েছে দক্ষিণ ২৪ পরগনার দুই কিশোর। কুলপির ছামনাবুনিতে ওই ঘটনা ঘটে। মঙ্গলবার সেই এলাকা থেকে উদ্ধার হয়েছে প্রচুর বোমা। মুর্শিদাবাদের সাগরদিঘি থেকে আগ্নেয়াস্ত্র-সহ এক যুবককে গ্রেফতারও করেছে পুলিশ।