Murshidabad Bombing: ডোমকলে লাগাতার বোমাবাজি, কাঠগড়ায় তৃণমূল কাউন্সিলর ঘনিষ্ঠ দলবল
West Bengal: জানা গিয়েছে, এলাকারই তৃণমূলের দু'পক্ষের মধ্যে বোমাবাজি চলছিল। তার মধ্যে আতসবাজিও ছিল।
ডোমকল (মুর্শিদাবাদ): ফের বোমাবাজিতে উত্তপ্ত মুর্শিদাবাদ। লাগাতার বোমা নিক্ষেপের অভিযোগ সেখানে। শুক্রবার গভীর রাতে ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের ডোমকল পুরসভার ১৯ নং ওয়ার্ডে। সেখানেই পড়েছে মুড়ি-মুড়কির মতো বোমা। পরে পুলিশ পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
জানা গিয়েছে, এলাকারই তৃণমূলের দু’পক্ষের মধ্যে বোমাবাজি চলছিল। তার মধ্যে আতসবাজিও ছিল। গোটা ঘটনার সিসিটিভি ফুটেজ সামনে এসেছে। যেই ফুটেজে দেখা যাচ্ছে, ঘটনাস্থলে বাইক বাহিনী দাপাদাপি করছে। সেই বাইকবাহিনী বোমাবাজি ঘটিয়েছে বলে খবর। এলাকাবাসীর অভিযোগ, অভিযুক্ত সকলে স্থানীয় তৃণমূল কাউন্সিলর ঘনিষ্ঠ। এই বিষয়ে স্থানীয় এক ব্য়ক্তি বলেন, ‘রাত্রিবেলা যাতায়াত করছিলাম। তখন আচমকা দেখি বোমা পড়ছে। তবে কারা বোমা ফেলছে বলতে পারব না। প্রায় কুড়ি থেকে তিরিশটি বোমা পড়েছে। শুনছি তৃণমূল কাউন্সিলর ঘনিষ্ঠ লোকজনই এই বোমা নিক্ষেপ করেছে।’
ঘটনার পর এলাকায় পৌঁছয় পুলিশ। তল্লাশি চালানো হয় সাহানুর বলে স্থানীয় এক ব্যক্তির বাড়িতেও। তবে বোমা মেলেনি বলে খবর। যদিও, এলাকারই স্থানীয় তৃণমূল প্রাক্তন কাউন্সিলের বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন ওই তৃণমূল নেতা। পরিস্থিতি সামাল দিতে ঘটনায় রয়েছে পুলিশি টহল। আতঙ্কিত রয়েছেন এলাকাবাসীরা।