Murshidabad: কাঁঠাল গাছ কাটা ঘিরে ঝামেলা, তদন্তে নেমে গৃহবধূর হাতে ‘আক্রান্ত’ পুলিশ
Raninagar Chaos: প্রতিবেশীর বাগানের কাঁঠাল গাছের একটি অংশ কাটাকে কেন্দ্র করে ঝাউবাড়িয়া এলাকার বাসিন্দা মুকুল শেখের সঙ্গে বচসা শুরু হয়েছিল ওই প্রতিবেশীর। এই ঘটনা নিয়ে থানায় অভিযোগ জানিয়টেছিলেন মুকুল শেখ। সেই অভিযোগের ভিত্তিতে তদন্তে নেমে মঙ্গলবার দুপুরে এই প্রতিবেশীর বাড়িতে গিয়েছিল পুলিশ।
রানিনগর: অভিযোগের তদন্ত করতে গিয়ে ‘আক্রান্ত’ পুলিশ। ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের রানিনগর থানার অন্তর্গত ঝাউবাড়িয়া এলাকায়। জানা যাচ্ছে, প্রতিবেশীর বাগানের কাঁঠাল গাছের একটি অংশ কাটাকে কেন্দ্র করে ঝাউবাড়িয়া এলাকার বাসিন্দা মুকুল শেখের সঙ্গে বচসা শুরু হয়েছিল ওই প্রতিবেশীর। এই ঘটনা নিয়ে থানায় অভিযোগ জানিয়টেছিলেন মুকুল শেখ। সেই অভিযোগের ভিত্তিতে তদন্তে নেমে মঙ্গলবার দুপুরে এই প্রতিবেশীর বাড়িতে গিয়েছিল পুলিশ। তবে যাঁর বিরুদ্ধে মুকুলবাবুর অভিযোগ, সেই ব্যক্তি তখন বাড়িতে ছিলেন না। অভিযুক্তর ভাই মিজানুল ইসলামের সঙ্গে কথা বলছিলেন পুলিশকর্মীরা। তর্কাতর্কি চলছি। সেই সময়েই পুলিশকর্মীরা মিজানুলকে থানায় নিয়ে যেতে চাইলে তাঁর স্ত্রী শিখা বিবি পুলিশকর্মীর গায়ে হাত তোলেন বলে অভিযোগ।
যদিও পুলিশের গায়ে হাত তোলার অভিযোগ অস্বীকার করেছেন মিজানুলের স্ত্রী। তাঁর দাবি, তিনি কোনও মারধর করেননি। ধস্তাধস্তি চলছিল। সেই সময় পুলিশকর্মীর জামার বোতাম ছিঁড়ে গিয়েছে বলে দাবি মিজানুলের স্ত্রী শিখা বিবির। পুলিশকর্মীকে মারধরের অভিযোগ মিথ্যা বলেই দাবি তাঁর। এদিকে মঙ্গলবারের এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। পরিস্থিতি সামলাতে রানীনগর থানার আরও পুলিশবাহিনী মোতায়েন করা হয় ওই এলাকায়। মিজানুল ইসলাম ও তাঁর স্ত্রী শিখা বিবিকে ইতিমধ্যেই আটক করেছে পুলিশ।
এদিকে মঙ্গলবার ঝাউবাড়িয়া এলাকায় যখন আরও পুলিশকর্মীদের মোতায়েন করা হয়, তখন পুলিশ পরিস্থিতি সামলাতে কড়া পদক্ষেপ করে। জটলা হটিয়ে দিতে উদ্যোগী হয় পুলিশ। সেই সময় এক স্থানীয় কিশোর আহতও হয়েছে বলে দাবি এলাকাবাসীদের। সেই ঘটনার প্রতিবাদে দীর্ঘক্ষণ ঝাউবাড়িয়া মোড়ে শেখপাড়া সাগরপাড়া রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখান গ্রামবাসীরা।