Cow Smuggling: গরু পাচার করতে মরিয়া ওরা, সাংঘাতিক ঘটনা ঘটাল মুর্শিদাবাদ সীমান্তে

BSF: দু' পক্ষের মধ্যে ধস্তাধস্তির সময় বিএসএফ জওয়ানরা পরপর গুলি চালায়। বেশ কয়েক রাউন্ড গুলি চালানো হয়েছে বলে বিএসএফ সূত্রে জানা গিয়েছে। গুলির আওয়াজ পেয়েই বাংলাদেশি পাচারকারীরা ঘটনাস্থল থেকে পালায়। তবে ধারাল অস্ত্রগুলি সীমান্তে ফেলেই পালিয়ে যায় অভিযুক্ত পাচারকারীরা।

Cow Smuggling: গরু পাচার করতে মরিয়া ওরা, সাংঘাতিক ঘটনা ঘটাল মুর্শিদাবাদ সীমান্তে
প্রতীকী চিত্র।
Follow Us:
| Edited By: | Updated on: Jun 25, 2024 | 6:26 AM

মুর্শিদাবাদ: বিএসএফ জওয়ানদের উপর হামলার অভিযোগ উঠল। অভিযোগ, মুর্শিদাবাদের কাহারপাড়া সীমান্তে বিএসএফ জওয়ানদের উপর ধারাল অস্ত্র নিয়ে হামলা করে গরু পাচারকারীরা। সীমান্ত দিয়ে গরু নিয়ে যেতে বাধা দিতেই বাংলাদেশের গরু পাচারকারীরা ধারাল অস্ত্র দিয়ে হামলা করে বলে অভিযোগ। রবিবার গভীর রাতে এই ঘটে। বেশ কয়েকজন জওয়ান জখমও হয়েছেন বলে খবর।

দু’ পক্ষের মধ্যে ধস্তাধস্তির সময় বিএসএফ জওয়ানরা পরপর গুলি চালায়। বেশ কয়েক রাউন্ড গুলি চালানো হয়েছে বলে বিএসএফ সূত্রে জানা গিয়েছে। গুলির আওয়াজ পেয়েই বাংলাদেশি পাচারকারীরা ঘটনাস্থল থেকে পালায়। তবে ধারাল অস্ত্রগুলি সীমান্তে ফেলেই পালিয়ে যায় অভিযুক্ত পাচারকারীরা।

বিএসএফ সূত্রে জানা গিয়েছে, এই এলাকার বেশিরভাগ অংশেই কোন কাঁটাতার নেই। বিশাল উঁচু পাট ক্ষেত। যার সুযোগ নেয় গরু পাচারকারীরা। বিএসএফ কর্তৃপক্ষ জানিয়েছে, বাংলাদেশের দিক থেকে একদল গরু পাচারকারী সীমান্তেই অপেক্ষা করছিল। ভারতের দিক থেকে পাচারকারীরা মাথায় বাক্স নিয়ে সীমান্ত পার করতে যায়। পাচারকারীদের দূরেই ছিল বেশ কয়েকটি গরু দাঁড়িয়ে। সেই সময় জওয়ানরা তাদের দাঁড়াতে বললে উল্টে পাচারকারীরা গালিগালাজ শুরু করে। এরপর জওয়ানরা এগিয়ে গেলে তাঁদের উপর ধারাল অস্ত্র নিয়ে হামলা চালানো হয়। এরপরই জওয়ানরা পরপর গুলি চালায়। মুর্শিদাবাদের পাশাপাশি বিথারী সীমান্তেও গরু পাচারকারীদের হাতেনাতে ধরে জওয়ানরা।