Deadbody Recover: রাস্তার ধারে ক্ষতবিক্ষত অবস্থায় পড়ে ব্যক্তির দেহ

Murshidabad Deadbody recover: জানা গিয়েছে, প্রতিদিনের মতো দুধ বিক্রির জন্য জারুলিয়ায় গিয়েছিলেন তিনি। কিন্তু আজ সকালে মাঝিগ্রামে ঢোকার রাস্তায় ক্ষতবিক্ষত অবস্থায় পড়ে থাকতে দেখা যায় তাঁরে।

Deadbody Recover: রাস্তার ধারে ক্ষতবিক্ষত অবস্থায় পড়ে ব্যক্তির দেহ
মৃত্যু হল ব্যক্তিরImage Credit source: Tv9 Bangla
Follow Us:
| Edited By: | Updated on: Jul 13, 2023 | 11:54 AM

নবগ্রাম: রাস্তার উপরে রয়েছে ক্ষত-বিক্ষত দেহ। চাপ-চাপ রক্ত পড়ে রয়েছে পাশে। যা দেখে রীতিমতো শিউরে উঠছেন এলাকাবাসী। মুর্শিদাবাদের নবগ্রামের মাঝিগ্রামের ঘটনা। মৃতের নাম গৌর ঘোষ। তিনি পেশায় গোয়ালা।

জানা গিয়েছে, প্রতিদিনের মতো দুধ বিক্রির জন্য জারুলিয়ায় গিয়েছিলেন তিনি। কিন্তু আজ সকালে মাঝিগ্রামে ঢোকার রাস্তায় ক্ষতবিক্ষত অবস্থায় পড়ে থাকতে দেখা যায় তাঁরে। পরিবারের অভিযোগ, গৌর ঘোষকে বুধবার কেউ বা কারা খুন করে ফেলে রেখে গিয়েছে।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, তিনি রাজনৈতিক কোনও দলের সঙ্গেও ছিলেন না। কারোর সঙ্গে বিবাদও ছিল না। কিন্তু কেন এমন পরিণতি হল তাই নিয়ে ধন্দে সকলে। পুলিশ এসে এ দিন মৃতদেহ উদ্ধার করে নিয়ে গিয়েছে। স্থানীয় এক বাসিন্দা বলেন, “আমরা নিজেরাই অবাক হয়ে যাচ্ছি। কীভাবে এমন হল। কে এমন কাজ করল? কিছুই বুঝতে পারছি না। ওর তো কারোর সঙ্গে কোনও রাজনৈতিক কোনও গণ্ডগোল ছিল না। নিজের মতো দুধ দিত। তারপর আবার চলে যেত। এই পরিস্থিতিতে এমন ঘটনা ভাবতেই পারছি না।”