TET Exam 2023: বাবা-ছেলে এক সঙ্গে দিলেন টেট পরীক্ষা

মুর্শিদাবাদ জেলার ফারাক্কা থানার চাঁন্দড় গ্রামের দিলওয়ার হাসান ও তাঁর বাবা মোকাম্মেল হক। দুজনেই এবার প্রাইমারির টেট পরীক্ষার্থী। দিলওয়ার হাসান এমএ পাস করবার পরে D.L.ED পাঠরত। তাঁর বাবা মোকাম্মেল হোসেন চাদর প্রাথমিক বিদ্যালয়ের প্যারা টিচার হিসাবে কাজ করেন। তিনিও বসেছেন টেট পরীক্ষায়।

TET Exam 2023: বাবা-ছেলে এক সঙ্গে দিলেন টেট পরীক্ষা
টেট পরীক্ষা দিয়েছেন বাবা-ছেলে।Image Credit source: TV9 Bangla
Follow Us:
| Edited By: | Updated on: Dec 25, 2023 | 12:20 PM

মুর্শিদাবাদ: ২০২৩ সালের টেট পরীক্ষা সম্পন্ন হয়েছে ২৪ ডিসেম্বর, রবিবার। তিন লক্ষাধিক পরীক্ষার্থী এই পরীক্ষায় বসেছিলেন। সেই পরীক্ষায় বসেছিলেন বাবা-ছেলে। পরীক্ষার সেন্টার ভিন্ন হলেও, একই সঙ্গে পরীক্ষা দিয়েছেন তাঁরা। সরকারি শিক্ষকের চাকরি পাওয়ার আশায় বাবা-ছেলের এক সঙ্গে পরীক্ষায় বসে উঠে এসেছেন খবরের শিরোনামে।

মুর্শিদাবাদ জেলার ফারাক্কা থানার চাঁন্দড় গ্রামের দিলওয়ার হাসান ও তাঁর বাবা মোকাম্মেল হক। দুজনেই এবার প্রাইমারির টেট পরীক্ষার্থী। দিলওয়ার হাসান এমএ পাস করবার পরে D.L.ED পাঠরত। তাঁর বাবা মোকাম্মেল হোসেন চাদর প্রাথমিক বিদ্যালয়ের প্যারা টিচার হিসাবে কাজ করেন। তিনিও বসেছেন টেট পরীক্ষায়। মোকাম্মেলের সেন্টার পড়েছিল লালবাগ গভর্মেন্ট স্পনসর গার্লস হাই স্কুলে। অন্য দিকে দিলওয়ারের সেন্টার পড়েছিল গোলযান রিফিউজি হাই স্কুলে।

২০২৩ সালের টেট পরীক্ষা দেওয়ার পর মোকাম্মেল হোসেন জানিয়েছেন, এর আগে বেশ কয়েকবার টেট পরীক্ষা তিনি দিয়েছেন। কিন্তু সফল হতে পারেননি। এবার তিনি টেট পাশ করবেন বলে আশাবাদী। অন্যদিকে দিলওয়ার হাসান নিয়মিত ছাত্র। তিনি আক্ষেপের সুরে বললেন, “প্রতি বছর নিয়ম করে যদি পরীক্ষা হতো তাহলে বাবাকে হয়তো এই দিন দেখতে হত না। বাবার চাকরিটা হয়ে গেলে, হয়ত আমি একটু ভাল জায়গায় পৌঁছাতে পারতাম।”