Wife Killed Husband: ফোন করে ডাকলেন স্ত্রী, তার পরই অন্ধকার নেমে এল যুবকের জীবনে

তেঘরী এলাকার ঘুড়ি গ্রামের বাসিন্দা মহম্মদ রেজার সঙ্গে বিয়ে হয়েছিল ওই গ্রামেরই বাসিন্দা সীমা খাতুনের। বিয়ের পর থেকেই তাঁদের মধ্যে অশান্তি লেগে থাকত বলে অভিযোগ। রবিবার বাবার বাড়ি থেকে রেজাকে ফোনম করেন সীমা। তাঁকে দেখা করতে বলেন। দেখা করতে এলে রেজাকে মারধর করে বিষ খাওয়ানোর অভিযোগ উঠেছে।

Wife Killed Husband: ফোন করে ডাকলেন স্ত্রী, তার পরই অন্ধকার নেমে এল যুবকের জীবনে
প্রতীকী ছবিImage Credit source: Facebook
Follow Us:
| Edited By: | Updated on: Dec 25, 2023 | 6:31 AM

জঙ্গিপুর: বিয়ে হয়েছিল বছর দুয়েক আগে। কিন্তু বিয়ের দিন কয়েক পর থেকেই সংসারে লেগে থাকত অশান্তি। গত কয়েক মাস ধরে বাপের বাড়িতে থাকছিলেন স্ত্রী। রবিবার ফোন করে স্বামীকে ডেকেছিলেন স্ত্রী। কিন্তু শ্বশুরবাড়ি যেতেই স্ত্রী এবং শ্যালক মিলে যুবককে মারধর করে বলে অভিযোগ। এমনকি যুবককে বিষ খাইয়ে মেরে ফেলার চেষ্টা করা হয় বলে অভিযোগ। এই ঘটনার পর হাসপাতালে ভর্তি হয়েছিলেন ওই যুবক। কিন্তু ভর্তির কয়েক ঘণ্টা পরই মৃত্যু হয় ওই যুবকের। ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জ থানার অন্তর্গত তেঘরী এলাকায়।

তেঘরী এলাকার ঘুড়ি গ্রামের বাসিন্দা মহম্মদ রেজার সঙ্গে বিয়ে হয়েছিল ওই গ্রামেরই বাসিন্দা সীমা খাতুনের। বিয়ের পর থেকেই তাঁদের মধ্যে অশান্তি লেগে থাকত বলে অভিযোগ। রবিবার বাবার বাড়ি থেকে রেজাকে ফোনম করেন সীমা। তাঁকে দেখা করতে বলেন। দেখা করতে এলে রেজাকে মারধর করে বিষ খাওয়ানোর অভিযোগ উঠেছে। বাড়ি ফিরে এসে ঘটনার কথা বাড়ির লোকেদের জানান রেজা।

এর পর তাঁকে নিয়ে আসা হয় জঙ্গিপুর মহকুমা হাসপাতালে। সেখানেই ভর্তি করা হয়েছিল তাঁকে। রবিবার রাতেই চিকিৎসা চলাকালীন মৃত্যু হয় ওই যুবকের। এর পর খবর যায় পুলিশে। পুলিশ দেহ ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। এবং খুনের মামলা রুজু করে তদন্ত শুরু করেছে।