Patient death in Medical college: ‘স্যালাইন ছিঁড়ে ছুটে চলে এল, পা থেকে তখন গড়াচ্ছে রক্ত, পেটে বাচ্চা নিয়েই মরে গেল বোনটা’

Murshidabad Medical college Death: মৃতের নাম কাজুলি বিবি (২৬)। তাঁর বাড়ি মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জের মির্জাপুরে। ওই মহিলা সাত মাসের অন্তঃসত্ত্বা ছিল। মৃতের পরিবারের দাবি,আগুনে দগ্ধ অবস্থায় কাজুলিকে ভর্তি করা হয় জঙ্গিপুর হাসপাতালে। সেখানে অবস্থার অবনতি হলে তাঁকে স্থানান্তরিত করা হয় মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে।

Patient death in Medical college: 'স্যালাইন ছিঁড়ে ছুটে চলে এল, পা থেকে তখন গড়াচ্ছে রক্ত, পেটে বাচ্চা নিয়েই মরে গেল বোনটা'
কাজুলি বিবিImage Credit source: Tv9 Bangla
Follow Us:
| Edited By: | Updated on: Dec 24, 2023 | 12:31 PM

মুর্শিদাবাদ: মৃত্যু হল আগুনে দগ্ধ হয়ে আসা প্রসূতির। পরিবারের অভিযোগ, হাসপাতালের গাফিলতির জেরেই মৃত্যু হয়েছে ওই মহিলার। জানা গিয়েছে, শনিবার মধ্য়রাতে হাসপাতাল থেকে ছুটে যান মহিলা। অভিযোগ তখনই পড়ে যান তিনি। রক্তে ভেসে যায় সিঁড়ি। তখনই মৃত্যু হয় তাঁর। যদিও, ঘটনার বিষয়ে এখনও পর্যন্ত হাসপাতালের তরফে কোনও প্রতিক্রিয়া মেলেনি।

মৃতের নাম কাজুলি বিবি (২৬)। তাঁর বাড়ি মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জের মির্জাপুরে। ওই মহিলা সাত মাসের অন্তঃসত্ত্বা ছিল। মৃতের পরিবারের দাবি,আগুনে দগ্ধ অবস্থায় কাজুলিকে ভর্তি করা হয় জঙ্গিপুর হাসপাতালে। সেখানে অবস্থার অবনতি হলে তাঁকে স্থানান্তরিত করা হয় মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে। জানা গিয়েছে, গতকাল মধ্য রাতে হঠাৎই বেড থেকে ছুটে বেরিয়ে যান তিনি। অভিযোগ,তখনই পড়ে গিয়ে মৃত্যু হয় তাঁর।

মৃতের দিদি বলেছেন, “চারদিন ধরে ও ওই অবস্থায় পড়ে রয়েছে। কেউ চিকিৎসা করেনি। ওর শ্বাসকষ্ট ছিল। ও খেতেও পারছিল না। বারবার বলেছিলাম একটু দেখেন ডাক্তারবাবু। ডাক্তার বলল পুডিং খাওয়ান। সিস্টার ঢুকতে দিল না। কাল রাত্রিবেলা ও বেরিয়ে এসেছিল। সব স্যালাইন ছিড়ে খুলে দৌড়ে চলে এসেছিল। পা গড়িয়ে রক্ত পড়ছে। সেই সময়ই টাল সামলাতে না পেরে পড়ে যায়। পেটে বাচ্চা নিয়েই মরে গেল। ও যখন চলে এল তখন আয়া নার্স কোথায় ছিল?”